লিটন দাসের পরিবর্ত হিসেবে নাইটদের দলে যোগ দিলেন এই বিশ্বজয়ী ক্রিকেটার

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক: মাঝ মরশুমে নতুন চমক নাইট বাহিনীর। জেসন রয়ের পর আরও এক বিশ্বজয়ী ক্রিকেটারকে দলে নিল কলকাতা নাইট রাইডার্স। দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে নাইটসের হয়ে মাত্র একটি ম্যাচ খেলা লিটন দাসের পারিবারিক জরুরি অবস্থার কারণে দেশে ফিরতে হয়েছিল। তাঁর পরিবর্তেই কলকাতা নাইট রাইডার্স বৃহস্পতিবার ক্যারিবিয়ান ক্রিকেটার জনসন চার্লেসকে আইপিএলের বাকি ম্যাচের জন্য দলে নিয়েছে।
চার্লস একজন উইকেটরক্ষক-ব্যাটার। ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৪১ টি-টোয়েন্টিতে, মোট ৯৭১ রান করেছেন এবং ওয়েস্ট ইন্ডিজের ২০১২ এবং ২০১৬ সালের আইসিসি বিশ্ব টি-টোয়েন্টি-জয়ী দলের সদস্য ছিলেন। এছাড়াও চার্লসের মোট ২২৪ টি-টোয়েন্টি ম্যাচে তাঁর ৫৬০০ রান রয়েছে।
খবর অনুযায়ী, ৫০ লক্ষ টাকায় চার্লসকে কলকাতা নাইট রাইডার্স দলে নেওয়া হয়েছে। টি-টোয়েন্টি ক্রিকেটে চার্লস বেশ জনপ্রিয় নাম। তাঁকে দলে নেওয়ার নাইটবাহিনীর শক্তি বেশ কিছুটা বৃদ্ধি পেল তা বলাই যায়।