এই তারকা ক্রিকেটারকে ছেড়ে বড় ভুল করেছে KKR! অন্য ফ্র্যাঞ্চাইজির হয়ে দাপিয়ে খেলছেন

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : আইপিএল ২০২২ মেগা নিলামের আগে আট পুরোনো ফ্র্যাঞ্চাইজিকে সর্বোচ্চ চারজনকে ধরে রেখে বাকি খেলোয়াড়দের ছাড়তে হয়েছিল। একই অবস্থা হয়েছে কলকাতা নাইট রাইডার্সেরও। একাধিক তারকা ক্রিকেটারকে তারা ছেড়েছে, আবার নিলামে তাদের ফিরিয়েও এনেছে নাইটরা।
তবে এমন এক তারকা ক্রিকেটারকে কলকাতা ছেড়েছে, যা নিয়ে এখন নিশ্চই আফসোস করছে। সেই ক্রিকেটার হলেন শুভমন গিল। গত তিন বছর কলকাতা নাইট রাইডার্সের হয়ে দারুণ পারফর্ম করলেও মেগা নিলামের আগে তাকে ধরে না রেখে তরুণ ওপেনার-অলরাউন্ডার ভেঙ্কটেশ আইয়ারকে রিটেইন করেছিল নাইটরা।
এই সুযোগ নিয়ে শুভমন গিলকে সাত কোটি টাকা দিয়ে নিলামের আগে কিনে নেয় গুজরাট টাইটান্স। আর সেই অর্থের পুরো লাভ দিচ্ছেন গুজরাটকে। প্রথম ম্যাচে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে শূন্য রানে আউট হলেও পরের দুই ম্যাচে দারুণ খেলেন শুভমন।
দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ৪৬ বলে ৮৪ রানের দুর্দান্ত ইনিংস খেলেন গিল, আর তারপর পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ৫৯ বলে ৯৬ রানের বড় ইনিংস খেলেন। ব্যাট হাতে অনেক বেশি সাবলীল দেখিয়েছে গিলকে।
তবে যা সব থেকে বেশি আকর্ষণীয়, অনেক কম ডট বল খেলছেন গিল। যা নিয়ে আগে কলকাতা নাইট রাইডার্সে সমালোচনার মুখে পড়তে হত। পাওয়ারপ্লের পর গিল খুবই ধীরগতির ইনিংস খেলতেন নাইটদের হয়ে, তবে গুজরাট দলে এসে রান রোটেশন ও বাউন্ডারি মারার ক্ষেত্রে অনেক উপযোগী হয়ে উঠেছেন ২২ বছরের গিল। আর শুভমনের এই ফর্মে নিঃসন্দেহে হাত কামড়াচ্ছে নাইট ম্যানেজমেন্ট ও সমর্থকরা।