উমেশ-রাহানের দাপটে মলিন ধোনি ঝড়, চেন্নাইকে হারিয়ে ২০২১ ফাইনালের বদলা কলকাতার

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : আইপিএল ২০২২ এর উদ্বোধনী ম্যাচে কার্যত দাপট দেখাল কলকাতা নাইট রাইডার্স। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধ ছয় উইকেটের বড় জয় হাসিল করল নাইটরা। দুর্দান্ত বোলিং ও বুদ্ধিদীপ্ত ব্যাটিংয়ের জেরে এই জয় তুলে আনল শ্রেয়াস আইয়ারের দল।
টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেয় নাইটরা। আর বোলিংয়ে আগুন ঝরান উমেশ যাদব। শুরুতেই তুলে নন গতবারের সর্বোচ্চ রানসংগ্রাহক রুতুরাজ গায়কোয়াড় ও কিউই ওপেনার ডেভন কনওয়েকে। এরপর রবিন উথাপ্পা (২৮) ভালো শুরু করেও বরুণ চক্রবর্তীর কাছে আউট হন। এরপর আউট হন অম্বাতি রায়ডু (১৫) ও শিবম দুবেও (৩)।
তারপর চেন্নাইয়ের হাল ধরেন অধিনায়ক রবীন্দ্র জাদেজা ও মহেন্দ্র সিং ধোনি। কিন্তু কলকাতার দুর্দান্ত বোলিংয়ে চেন্নাইয়ের রানের গাড়ি আটকে গিয়েছিল। এমন পরিস্থিতিতে ডেথ ওভারে সেই পুরোনো ঝড় তোলেন মাহি। ৩৮ বলে ৫০ রান করে অপরাজিত থাকেন ধোনি। অন্যদিকে শেষ বলে ছয় মারলেও অত্যন্ত স্লথগতির ব্যাটিং করেন জাদেজা (অপরাজিত ২৬)। শেষ ওভারে দুরন্ত ব্যাটিং সত্ত্বেও চেন্নাই সুপার কিংস পাঁচ উইকেট হারিয়ে মাত্র ১৩১ রান তুলতে পারে।
চার ওভারে মাত্র ২০ রান দিয়ে ২ উইকেট নেন উমেশ যাদব। একটি করে উইকেট নেন বরুণ চক্রবর্তী ও আন্দ্রে রাসেল। ভালো বোলিং করেন সুনীল নারাইনও। তবে মার খান শিবম মাভি।
জবাবে শুরুতে ভেঙ্কটেশ আইয়ার (১৬) -কে আউট করেন ডোয়েন ব্রাভো। এরপর অজিঙ্ক রাহানে নিজের স্বভাবোচিত ইনিংস খেলে। ৩৪ বলে ৪৪ রানের দায়িত্বশীল ইনিংস খেলেন রাহানে। অন্যদিকে নীতিশ রানা ১৭ বলে ২১ রান করেন।
শেষের দিকে স্যাম বিলিংস (২৫) ও শ্রেয়াস আইয়ার (অপরাজিত ২০) অত্যন্ত কার্যকরী ব্যাটিং করেন। কখনই মনে হয়নি কলকাতার হাত থেকে ম্যাচ পিছলে যেতে পারে। আর এর জেরে ৯ বল বাকি থাকতে সহজেই জয় তুলে নেয় নাইটরা।