পুনেতে আছড়ে পড়ল কামিন্স ঝড়! মুম্বইয়ের জেতার আশা মুছে সাফ করে দিল কলকাতা

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : কলকাতাবাসী যখন এই গরমের মধ্যে কালবৈশাখীর মত ঝড়ের আশা করছে, তখন বুধবার পুনেতে এক ভিন্ন ঝড়ের উদ্ভব হল, যার নাম 'কামিন্স'বৈশাখী! মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে অজি তারকা প্যাট কামিন্সের অতিমানবীয় ব্যাটিংয়ে হাড্ডাহাড্ডি ম্যাচ অতি সহজেই জিতে নিল কলকাতা নাইট রাইডার্স।
প্রথমে ব্যাট করতে নেমে শুরুতে মুম্বইয়ের দুই সুপারস্টার ওপেনার রোহিত শর্মা (৩) ও ইশান কিশান (১৪) আউট হয়ে যায়। বেবি এবি ডিওয়াল্ড ব্রেভিস ভালো শুরু করেও ২৯ রানে আউট হন। এরপর চোট সারিয়ে নামা সূর্যকুমার যাদব (৫২) তরুণ তিলক ভর্মাকে (অপরাজিত ৩৮) নিয়ে ৮৩ রানের কার্যকরী পার্টনারশিপ গড়ে তোলেন। শেষে কাইরন পোলার্ড মাত্র পাঁচ বলে ২২ রানের ঝোড়ো ক্যামিও খেলে। এর জেরে মুম্বই ইন্ডিয়ান্স ২০ ওভারে ১৬১/৪ তোলে।
কলকাতার বোলাররা শুরুর দিকে বেশ চাপে রেখেছিল মুম্বইকে। উমেশ যাদব (১-২৫) যথারীতি ভালো বোলিং করেছেন। কেকেআরের হয়ে অভিষেক করা রাশিখ সালামও (০-১৮) বেশ ভালো বল করেছেন। তবে বল হাতে বেশ মার খান প্যাট কামিন্স (২-৪৯)।
জবাবে নিয়মিত হারে উইকেট হারাতে থাকে নাইটরা। ভালো শুরু করেও আউট হন অধিনায়ক শ্রেয়াস আইয়ার (১০) ও স্যাম বিলিংস (১৭)। নীতিশ রানা (৮) আবারও ব্যর্থ। রাসেল (১১) ঝড় শুরু হতেই থেমে যায়। এদিকে ওপেনার ভেঙ্কটেশ আইয়ার এক দিক ধরে রাখেন, ৪১ বলে অর্ধশতরান করে অপরাজিত থাকেন।
কিন্তু তারপর আসে প্যাট কামিন্সের অবিশ্বাস্য ব্যাটিং। প্রথমে জসপ্রীত বুমরাহ, আর তারপর ড্যানিয়েল স্যামসের ওভারে অসাধারণ ব্যাটিং করেন কামিন্স। মাত্র ১৪ বলে নিজের অর্ধশতরান পূরণ করেন কামিন্স, যার ফলে আইপিএলের ইতিহাসের দ্রুততম অর্ধশতরান করে কেএল রাহুলের সাথে সমান করে নেন। ড্যানিয়েল স্যামসের এক ওভারে ৩৫ রান মারেন কামিন্স। যার ফলে ২৪ বল বাকি থাকতে পাঁচ উইকেটে জয় তুলে নেয় নাইটরা।