চলতি আইপিএলের বাকি ম্যাচগুলোয় কী খেলতে পারবেন কেএল রাহুল?

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক: সোমবার লখনউতে বেঙ্গালুরুর বিরুদ্ধে ম্যাচে বাউন্ডারি বাঁচাতে গিয়ে হ্যামস্ট্রিংয়ে চোট পান কেএল রাহুল। সেই কারণেই এবার চলতি আইপিএল-এর বাকি ম্যাচগুলির জন্য লখনউ সুপার জায়ান্টসের অধিনায়ক কেএল রাহুলের খেলা নিয়ে সৃষ্টি হয়েছে অনিশ্চয়তা।
ক্রিকবাজের একটি প্রতিবেদন অনুসারে, চলতি আইপিএলে কেএল রাহুল আর অংশ নিতে পারবেন কিনা তা নির্ভর করবে জাতীয় ক্রিকেট একাডেমির বিসিসিআই মেডিক্যাল টিমের সিদ্ধান্তের উপর।
চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে বুধবারের ম্যাচে লখনউ সুপার জায়ান্টসকে নেতৃত্ব দেবেন ক্রুনাল পন্ডিয়া। রাহুল বিসিসিআই-এর একজন চুক্তিবদ্ধ খেলোয়াড় এবং ওভালে ৭ই জুন থেকে শুরু হতে চলা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের জন্য ভারতীয় টেস্ট স্কোয়াডের একজন গুরুত্বপূর্ণ সদস্য তিনি, তাই বিসিসিআই-এর মেডিক্যাল সদস্যরা রাহুলের চোটের বিষয়টি গ্রহণ করেছেন।
খবর অনুযায়ী, রাহুলের চোটের দায়িত্ব নেওয়া বিসিসিআই-এর মেডিক্যাল দলের সদস্যদের সঙ্গে লখনউয়ের ম্যানেজমেন্ট যোগাযোগ রাখছে। রাহুলের স্ক্যানের রিপোর্ট আঘাতের পরিমাণ সম্পর্কে একটি পরিষ্কার ছবি দেবে ও বিসিসিআই-এর মেডিক্যাল সদস্যরা স্ক্যান রিপোর্টের পরীক্ষা করবে। যদি সেখানে উল্লেখযোগ্য কিছু পাওয়া যায় তাহলে কেএল রাহুলকে অবশ্যই চলতি আইপিএলের বাকি ম্যাচগুলি থেকে সরতে হতে পারে।