বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে কে এল রাহুলের পরিবর্তে দলে সুযোগ পেলেন এই তারকা ক্রিকেটার

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ ১ মে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে ম্যাচে ফিল্ডিং করতে গিয়ে ডান পায়ের উরুতে চোট পেয়েছিলেন কে এল রাহুল। তাঁর এই চোটের কারণে আইপিএল থেকে ছিটকে যেতে পারেন রাহুল তা আগেই শোনা গেছিল। তবে শুধু আইপিএলই নয় সোমবার ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে জানিয়ে দেওয়া হয় যে আসন্ন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল থেকেও ছিটকে গেছেন রাহুল।
রাহুলের পরিবর্তে কে ভারতীয় দলে সুযোগ পাবেন সেই নিয়ে সৃষ্টি হয়েছিল। তবে বিসিসিআই এর তরফে এক বিবৃতির মাধ্যমে জানিয়ে দেওয়া হয় যে কে এল রাহুলের পরিবর্তে দলে সুযোগ পেয়েছেন ইশান কিষান।
বিসিসিআই বিবৃতির মাধ্যমে জানিয়েছে যে, কে এল রাহুলকে অস্ত্রপচার করতে হবে। তারপর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রিহ্যাব করতে হবে। রাহুল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আসন্ন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল থেকে ছিটকে গেছেন।
ইশান কিষানের দলে সংযুক্তির পাশাপাশি ভারতীয় দলে স্ট্যান্ড বাই হিসাবে সুযোগ পেয়েছেন রুতুরাজ গায়েকোয়াড, মুকেশ কুমার এবং সূর্যকুমার যাদব।