অস্ত্রোপচার সম্পন্ন রাহুলের! কবে ফিরছেন মাঠে?

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক: গত ১লা মে কেএল রাহুল আইপিএলে আরসিবি-র বিরুদ্ধে ফিল্ডিং করতে গিয়ে চোট পান। একটি বাউন্ডারি বাঁচাতে গিয়ে তিনি পড়ে যান। এরপর ফিজিওদের কাঁধে ভর দিয়ে মাঠ ছাড়েন তিনি। রাহুল এরপর আর ফিল্ডিং করতে পারেননি। এরপর দ্রুত তাঁর চিকিৎসার দায়িত্ব নেয় ভারতীয় বোর্ডের মেডিকেল টিম।
এই চোটের কারণেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচে খেলতে পারবেন না লোকেশ রাহুল। তাঁর অস্ত্রোপচার করা হবে তা আগেই বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছিল। এদিন মুম্বাইয়েই অস্ত্রোপচার করা হয়েছে বর্তমান ভারতীয় দলের তারকা ক্রিকেটারের। তবে রাহুল কবে ফিরবেন তা এখনও সঠিক ভাবে জানা যায়নি।
সোশ্যাল মিডিয়ায় রাহুল লিখেছেন, "সবাইকে ধন্যবাদ, আমার অস্ত্রোপচার সুষ্ঠভাবে সম্পন্ন ও সফল হয়েছে। সব কিছু ভালো ভাবে সম্পন্ন করার জন্য চিকিৎসক এবং মেডিকাল স্টাফদের আমি ধন্যবাদ জানাই। আমি এবার পুরোপুরি সেরে ওঠার পথে রয়েছি। খুব দ্রুত মাঠে ফেরার জন্য মুখিয়ে রয়েছি।"
রাহুলের পরিবর্ত হিসাবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের জন্য উইকেটকিপার ইশান কিষানকে দলে নেওয়া হয়েছে।