ছক্কা মারার বিশেষ রেকর্ডে কোহলি-রোহিত-ধোনিদের সাথে এক সারিতে আন্দ্রে রাসেল

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : বুধবার বিশাখাপত্তনমে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ব্যাটিংয়ে ২৭২ রানের সুনামি তোলে কলকাতা নাইট রাইডার্স। আর সেই ইনিংসে দুরন্ত ব্যাটিং করেন ক্যারিবিয়ান অলরাউন্ডার আন্দ্রে রাসেল। চারটি চার ও তিনটি ছয়ের সাহায্যে মাত্র ১৯ বলে ৪১ রান করেন রাসেল। আর এর জেরে বিশেষ একটি কীর্তি গড়েছেন তিনি।
আইপিএল ইতিহাসে সপ্তম খেলোয়াড় হিসেবে এক ফ্র্যাঞ্চাইজির হয়ে ২০০টি ছয় মারার কীর্তি গড়লেন রাসেল। এই তালিকায় শীর্ষে রয়েছেন বিরাট কোহলি, যিনি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে ২৪১টি ম্যাচে ২৪২টি ছয় মেরেছেন।
এছাড়াও এই তালিকায় রয়েছেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে ক্রিস গেইল (৮৫ ম্যাচে ২৩৯ ছয়) ও এবি ডিভিলিয়ার্স (১৫৬ ম্যাচে ২৩৮ ছয়)। মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে কাইরন পোলার্ড (১৮৯ ম্যাচে ২২৩ ছয়) ও রোহিত শর্মা (২০১ ম্যাচে ২১০ ছয়)। এবং চেন্নাই সুপার কিংসের হয়ে মহেন্দ্র সিং ধোনি (২২৩ ম্যাচে ২১২ ছয়)।
২০১৪ সাল থেকে কলকাতা নাইট রাইডার্সের অত্যন্ত গুরত্বপূর্ণ সদস্য হিসেবে রয়েছেন আন্দ্রে রাসেল। বল ও ব্যাট হাতে জিতিয়েছেন অসংখ্য ম্যাচ। ব্যাট হাতে রাসেল ৩০.৭৯ গড়ে ও ১৭৭.০৭ স্ট্রাইক রেটে ১০৮ ম্যাচে ২৩০৯ রান করেছেন। চলতি আইপিএলেও দুরন্ত ছন্দে রয়েছেন এই ক্যারিবিয়ান সুপারস্টার। তিন ইনিংসে ২৩৮.৬৪ স্ট্রাইক রেটে ১০৫ রান করেছেন তিনি।