জয়হীন মুম্বইকে হারাতে প্রথম একাদশে এই সাহসী সিদ্ধান্ত নিতে পারে কলকাতা নাইট রাইডার্স!

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : বুধবার পুনের এমসিএ স্টেডিয়ামে মুখোমুখি হবে কলকাতা নাইট রাইডার্স ও মুম্বই ইন্ডিয়ান্স। আর এই ম্যাচটি খুবই বিশেষ হতে চলেছে কলকাতার সমর্থকদের জন্য, কারণ মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে রেকর্ড একেবারেই ভালো নয় নাইটদের।
গত ২৯ বারের সাক্ষাতে, মুম্বইয়ের কাছে ২২ বার হেরেছে কলকাতা, কেবল সাতবার জিতেছে। যদিও গত পাঁচ সাক্ষাতে ৩-২ এগিয়ে মুম্বই।
ফলে নাইটদের কাছে বড় টার্গেট হবে মুম্বইকে হারানোর। যদিও এই লড়াইয়ে এগিয়ে রয়েছে কলকাতাই। এখনও অবধি দুটি ম্যাচেই খেলেছে মুম্বই, আর দুটিতেই হেরেছে। অন্যদিকে তিনটি ম্যাচের মধ্যে দুই ম্যাচে জয় নাইটদের। ফলে ফর্মের দিক থেকে এগিয়ে নাইটরা।
এদিকে সুপারস্টার অজি পেসার প্যাট কামিন্স এই ম্যাচের জন্য থাকলেও হয়ত প্রথম একাদশে সুযোগ পাবেন না। আন্দ্রে রাসেল গত পাঞ্জাব ম্যাচে নিজের ঝোড়ো ব্যাটিং দেখিয়েছেন। সুনীল নারাইন বল হাতে জাদু দেখাচ্ছেন, এদিকে স্যাম বিলিংস ও টিম সাউদিও বেশ ভালো পারফর্ম করছেন। ফলে টিম ম্যানেজমেন্ট উইনিং কম্বিনেশন ভাঙতে চাইবে না।
মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে কলকাতা নাইট রাইডার্সের সম্ভাব্য একাদশ - অজিঙ্ক রাহানে, ভেঙ্কটেশ আইয়ার, শ্রেয়াস আইয়ার (অধিনায়ক), স্যাম বিলিংস (উইকেটকিপার), নীতিশ রানা, আন্দ্রে রাসেল, সুনীল নারাইন, উমেশ যাদব, টিম সাউদি, শিবম মাভি, বরুণ চক্রবর্তী।