RCB এর এই পাঁচ তারকার বিরুদ্ধে সতর্ক থাকতে হবে কলকাতা নাইট রাইডার্সকে

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : বুধবার মুম্বইয়ের ডি ওয়াই পাটিল স্টেডিয়ামে মুখোমুখি হবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও কলকাতা নাইট রাইডার্স। এই দুই দলের প্রতিদ্বন্দ্বিতা অত্যন্ত সুপ্রসিদ্ধ এবং বছরের পর বছর ক্রিকেটপ্রেমীদের নানা মুহুর্ত দিয়ে গিয়েছে।
তবে এবার দুই দলই নয়া সাজে, নতুন ঢঙে নেমেছে। যদিও প্রথম ম্যাচে দুই শিবিরেই ভিন্ন আমেজ। একদিকে চেন্নাই সুপার কিংসকে হারিয়ে আত্মবিশ্বাসী নাইটরা, অন্যদিকে পাঞ্জাবের কাছে হেরে প্রত্যয়ী আরসিবি।
এই পরিস্থিতিতে কলকাতা নাইট রাইডার্সকে সতর্ক থাকতে হবে এই পাঁচ আরসিবি তারকার থেকে। কারণ এই পাঁচজন তারকার কেউ একক দক্ষতায় ম্যাচ বের করে আনতে পারে। এটাই দেখার, কেকেআর কিভাবে এই পাঁচ তারকার বিরুদ্ধে দাপট দেখাতে পারে।
১. ফাফ ডু প্লেসিস -
নবনিযুক্ত আরসিবি অধিনায়ক ফাফ ডু প্লেসিস পাঞ্জাবের বিরুদ্ধে ঝোড়ো ৮৮ রানের ইনিংস খেলেন। শুরুর দিকে ধীরগতিতে খেললেও, সঠিক জায়গায় খেলা ধরে নিয়ে আক্রমণাত্মক খেলতে শুরু করেন এই প্রোটিয়া সুপারস্টার। ফলে ফাফকে নজরে রাখতে হবে নাইট বোলারদের। শুরুর দিকেই যদি ফাফের স্লথ গতির সুযোগ নিয়ে তাকে চাপে ফেলা যায়, তাহলে আরসিবির রানের গতি অনেকটাই কমবে।
২. বিরাট কোহলি -
যে কোনও প্রতিদ্বন্দ্বীতায় বিরাট কোহলি অন্যতম বড় আশঙ্কা প্রতিপক্ষের জন্য। একক দক্ষতায় ম্যাচ বের করে দিতে পারেন বিরাট। গত ম্যাচেও অপরাজিত ৪১ রানের ঝোড়ো ইনিংস খেলেন তিনি। ফলে নাইট বোলারদের, বিশেষ করে বরুণ চক্রবর্তী ও সুনীল নারাইনকে বাড়তি দায়িত্ব নিতে হবে বিরাটকে আটকে রাখার জন্য।
৩. দীনেশ কার্তিক -
কলকাতার প্রাক্তন অধিনায়কই হয়ত কেকেআরের কাছে মাথাব্যাথার কারণ হতে পারেন। পাঞ্জাবের বিরুদ্ধে স্লগ ওভারে ১৪ বলে ৩২ রানের দুরন্ত ক্যামিও খেলেন কার্তিক। আর এই ডেথ ওভারই নাইটদের কাছে সমস্যার। ফলে ডেথ ওভারে ভালো বোলিং করতে হবে নাইটদের।
৪. মহম্মদ সিরাজ -
নতুন বলে সিরাজ অবশ্যই ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন। ভুলে গেলে চলবে না ২০২০ সালের সেই ভয়ানক স্পেল, যেখানে মাত্র আট রান দিয়ে তিন উইকেট নেন সিরাজ। আর এখন আরও বেশি পরিণত হয়েছেন এই তারকা পেসার। ফলে শুরুর দিকে সিরাজকে দেখেশুনে খেলতে হবে কেকেআর ব্যাটারদের।
৫. হর্ষাল প্যাটেল -
এই মুহুর্তে আরসিবির বোলিংয়ের বড় অস্ত্র হয়ে উঠেছেন হর্ষাল। উইকেট নিতে তো সক্ষমই, নিজের বৈচিত্র্যময় বোলিংয়ে প্রতিপক্ষ ব্যাটারদের ভ্যাবাচ্যাকা দিতে পারেন।