KKR এর এই তারকা হল আইপিএলের সেরা ক্রয়! দাবি মেন্টর ডেভিড হাসির

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : চলতি আইপিএলে ভালো ফর্মে রয়েছে কলকাতা নাইট রাইডার্স। তিন ম্যাচে দুটি জয়, দুটিতেই দাপটে জিতেছে নাইটরা। আর এই তিন ম্যাচেই কলকাতার বোলিং ছিল দেখার মত। বোলিং কোচ ভরত অরুণের অধীনে বেশ ভালো পারফর্ম করছেন বোলাররা।
আর এই বোলারদের মধ্যে উমেশ যাদব বেশ ভালো পারফর্ম করেছেন। তিন ম্যাচেই শুরুতে প্রতিপক্ষের উইকেট তুলে নেন উমেশ। যেভাবে সাদা বলের ক্রিকেটে নিজের উত্তরণ ঘটিয়েছেন উমেশ, তা সত্যিই অবাক করার মত।
এবারের আইপিএল নিলামে মাত্র দুই কোটি টাকা দিয়ে শেষ রাউন্ডে উমেশকে তুলেছিল কলকাতা নাইট রাইডার্স। আর উমেশের পারফর্মেন্সে মুগ্ধ মেন্টর ডেভিড হাসি। তিনি মনে করেন, এবারের আইপিএলের সেরা ক্রয় ডেভিড হাসি।
এই নিয়ে কেকেআরের ওয়েবসাইটে হাসি বলেন, "ও (উমেশ) সম্ভবত আইপিএলের সেরা ক্রয়। ও আর ভরত অরুণ এক সাথে ভালো কাজ করছে, ওরা পাঁচ-ছয় বছর ধরে এক সাথে কাজ করছে। ওদের খুব ভালো সম্পর্ক রয়েছে। একটি জিনিস যা আমি উমেশকে নিয়ে বলব, তা হল ও খুব পরিশ্রম করে প্রতিটি ম্যাচে নিজেকে তৈরি রাখার জন্য। ওর কথায়, ওর কোনও চাপ নেই কারণ ও ব্যাকগ্রাউন্ড স্টাফদের থেকে অনেক সমর্থন পায় এবং সমস্ত কৃতিত্ব অরুণের।"
এই মুহুর্তে আট উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট শিকারী হয়েছেন, এবং মাত্র ৪.৯ এর ইকোনমি রেটে বল করছেন উমেশ।