লন্ডনে সফল অস্ত্রোপচার নাইট অধিনায়কের! মাঠে কবে ফিরছেন শ্রেয়স? জানুন

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ বৃহস্পতিবার ব্রিটেনে ভারতীয় ক্রিকেটার শ্রেয়স আইয়ারের পিঠে সফল ভাবে অস্ত্রোপচার সম্পন্ন হয়। কলকাতা নাইট রাইডার্স অধিনায়ক শ্রেয়স, পিঠের গুরুতর চোটের কারণে ২০২৩ আইপিএল থেকে সম্পূর্ণভাবে ছিটকে যান। এর পাশাপাশি জুন মাসে ওভালে আয়োজিত হতে চলা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচ থেকেও ছিটকে গেছেন শ্রেয়স। খবর অনুযায়ী, ২৮ বছর বয়সী এই তারকা ব্যাটারের সুস্থ হয়ে উঠতে সময় লাগবে প্রায় তিন মাস।
যদিও শ্রেয়স পিঠের চোট এই প্রথম নয়। তিনি কিছুদিন আগেই পিঠের চোট সারিয়ে মাঠে ফিরে ছিলেন। কিন্তু দুর্ভাগ্যবসত বর্ডার-গাভাস্কার ট্রফির সময় তিনি আবারও চোট পান। শ্রেয়স বর্ডার-গাভাস্কার সিরিজের তৃতীয় টেস্টের দ্বিতীয় দিন পর্যন্ত খেলেন। এরপর চোটের কারণে তাঁকে সরে যেতে হয় এই টেস্ট সিরিজ থেকে।
ভারতের আরেক তারকা ক্রিকেটার জসপ্রীত বুমরাহও সম্প্রতি পিঠের চোট সারাতে নিউজিল্যান্ডে সফল অস্ত্রোপচার সম্পন্ন করেন। ভারতের দুই শক্তিশালী ক্রিকেটারকে ২০২৩ বিশ্বকাপে পাওয়া নিয়ে বেশ আশাবাদী ভারতীয় ক্রিকেট বোর্ড। ইতিমধ্যে জসপ্রীত বুমরাহ জাতীয় ক্রিকেট একাডেমিতে তাঁর বোলিং প্রস্তুতি শুরু করে দিয়েছেন। এর পাশাপাশি বিসিসিআই এর তরফে বুমরাহের জন্য একটি নির্দিষ্ট রিকভারি পরিকল্পনা বানানো হয়েছে বলে জানা গেছে।