হারের দায় নিজের ঘাড়েই চাপালেন অধিনায়ক নীতিশ রানা

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : শুক্রবার অরুণ জেটলি স্টেডিয়ামে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে চার উইকেটে পরাজিত হয় কলকাতা নাইট রাইডার্স। চুড়ান্ত ব্যাটিং বিপর্যয়ের জেরে মাত্র ১২৭ রানে অল আউট হয় নাইটরা। জবাবে লড়াকু বোলিং সত্ত্বেও চার বল বাকি থাকতে হারে কলকাতা।
আর এই হারের দায় নিজের ঘাড়েই নিলেন কলকাতা অধিনায়ক নীতিশ রানা। ব্যাট হাতে মাত্র চার রান করেন, যদিও বল হাতে দুটি উইকেট নিয়ে কলকাতাকে লড়াইয়ে রেখেছিলেন রানা। কিন্তু এই হারের দায় নিজের উপরেই রাখলেন নাইট অধিনায়ক।
এই নিয়ে ম্যাচের পর নীতিশ রানা বলেছেন, "আমার মনে হয় এই কঠিন পিচে আমরা ১৫-২০ রান কম তুলেছি। এর দায় আমি নিজের ঘাড়ে নিচ্ছি। আমার সেই সময়ে থাকাটা উচিত ছিল।"
এদিকে বোলারদের প্রশংসা করে রানা বলেছেন, "বোলারদের কৃতিত্ব দিতেই হবে। আমার মনে হয় পরের ম্যাচগুলি আমাদের জন্য ভালো হবে। আমরা ম্যাচটিকে গভীরে নিয়ে যেতে চেয়েছিলাম, কিন্তু পাওয়ারপ্লেতে ওরা খুব ভালো খেলে দিয়েছে। সেখানেই ওরা ম্যাচ জিতে গিয়েছে।"
শেষে রানা বলেছেন, "আমাদের একটি দল হিসেবে ভালো খেলতে হবে। আজকের মত আমাদের বল করতে হবে। যদি আমরা আমাদের সমস্যাগুলো মেটাতে পারি, তাহলে আরও ভালোভাবে লড়াই দিতে পারব।"
আগামী ২৩ এপ্রিল ইডেন গার্ডেন্সে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে পরের ম্যাচ খেলবে কেকেআর। ছয় ম্যাচে মাত্র চার পয়েন্ট নিয়ে লিগ টেবিলে অষ্টম স্থানে ধুঁকছে নাইটরা।