ব্যাটে ফর্ম নেই! বিরক্তিতে আন্ডারটেকারের ধরণে ক্যামেরাম্যানকে মারলেন ভেঙ্কটেশ আইয়ার!

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : চলতি আইপিএলে একেবারেই ছন্দে নেই কলকাতা নাইট রাইডার্সের তারকা ওপেনার-অলরাউন্ডার ভেঙ্কটেশ আইয়ার। তিন ইনিংসে যথাক্রমে ১৬, ১০ ও ৩ রান করেছেন আইয়ার। আর এই নিয়ে চিন্তা রয়েছে কেকেআর টিম ম্যানেজমেন্ট ও ভক্তদের মধ্যে।
তবে ২৭ বছরের এই ক্রিকেটার মাঠের বাইরে প্রস্তুতিতে কোনও খামতি রাখছেন না। মনোযোগ দিয়ে অনুশীলন করলেও ফাঁকা সময়ে মজা করতেও ছাড়ছেন না ভেঙ্কটেশ। কিন্তু বিরক্ত হয়ে ভেঙ্কটেশ আইয়ার এমন কাজ করলেন, যা সত্যিই অবাক করার মত।
সোমবার, কলকাতা নাইট রাইডার্স ফ্র্যাঞ্চাইজি একটি ভিডিও শেয়ার করেন, যেখানে দলের এক ক্যামেরাম্যান ভেঙ্কটেশের ছবি তোলার চেষ্টা করছেন। আর তাতে বিরক্ত হয়ে ভেঙ্কটেশ কিংবদন্তি ডব্লুডব্লুই সুপারস্টার আন্ডারটেকারের ধরণে চোকস্ল্যাম মারেন ক্যামেরাম্যানকে।
দেখুন ভিডিও -
বলা বাহুল্য, ভেঙ্কটেশ আইয়ার ডব্লুডব্লুই এর বিরাট বড় ভক্ত। এর আগে একাধিকবার তিনি এই কথা প্রকাশ করেছেন।