চোটের কারণে চলতি আইপিএল থেকে ছিটকে গেলেন ভারতীয় এই জোরে বোলার

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক: টিম ইন্ডিয়ার বাঁহাতি পেসার জয়দেব উনাদকাট সম্প্রতি অনুশীলনের সময় তার বাম কাঁধে চোট পান। এবার সেই চোটের কারণেই চলতি আইপিএল মরশুমের বাকি অংশ থেকে বাদ পড়তে হল এই জোরে বোলারকে।
উনাদকাট যখন নেটে বল করতে যান তখন তাঁর বাম পা দড়িতে আটকে যায় ও উইকেটের সামনে বাজে ভাবে পড়ে যান ও বাম কাঁধে ব্যথায় কাতরাতে দেখা যায় তাঁকে। সঙ্গে সঙ্গে উনাদকাটকে মাঠ থেকে বের করে দেওয়া হয়। লখনউয়ের ফিজিও এসে তাঁর কাঁধে আইস-প্যাক লাগান।
খবর অনুযায়ী, উনাদকাটকে সম্প্রতি স্ক্যানের জন্য মুম্বাই নিয়ে যাওয়া হচ্ছে এবং বিসিসিআইয়ের মেডিক্যাল টিমের বিশেষজ্ঞ পরামর্শদাতাদের সঙ্গেও দেখা করেবেন। বিসিসিআই মেডিকেল কর্মীদের সাথে পরামর্শ করেই, লখনউয়ের এই জোরে বোলারকে চলতি আইপিএল থেকে নাম প্রত্যাহার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সৌরাষ্ট্রর এই পেসার এখন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে খেলার জন্য রিহ্যাব করতে বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট একাডেমিতে যাবেন।
ইএসপিএন ক্রিকেট ইনফো-এর একটি প্রতিবেদন অনুসারে, জুন মাসে ওভালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শুরু হতে চলা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের আগে লখনউ সুপার জায়ান্টসের এই জোরে বোলার ফিট হয়ে যাবে বলে আশা করা হচ্ছে।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের জন্য ভারতীয় দলে বাছাই করা পাঁচ পেসারের মধ্যে উনাদকাট রয়েছেন। অন্যরা হলেন মহম্মদ শামি, মহম্মদ সিরাজ, উমেশ যাদব এবং অলরাউন্ডার শার্দুল ঠাকুর।