নারাইন-রঘুবংশী-রাসেলদের ব্যাটিং তাণ্ডব! দিল্লিকে হারিয়ে জয়ের হ্যাটট্রিক কেকেআরের

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক: বুধবার বিশাখাপত্তনমে রাজত্ব করল নাইট রাইডার্সরা। আইপিএলে জয়ের হ্যাটট্রিক করল কেকেআর। নিজেদের তৃতীয় ম্যাচে দিল্লি ক্যাপিটালসকে ১০৬ রানে হারিয়ে দিল নাইট ব্রিগেড। সেই সঙ্গে লীগ শীর্ষে উঠে এল শ্রেয়স আইয়ারের দল।
টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন শ্রেয়স আইয়ার। শুরু থেকেই ব্যাট হাতে বিধ্বংসী মেজাজে দেখা গেল সুনীল নারাইনকে। সল্ট ও নারাইন জুটি দুরন্ত শুরু করেন। ওপেনিং জুটিতেই উঠে ৬০ রান। ১২ বলে ১৮ রান করে সল্ট আউট হন। তবে এদিন ব্যাট হাতে ঝড় তুলেন নারাইন, সঙ্গী হলেন রঘুবংশী।
নারাইনের ঝড়ো ৩৯ বলে ৮৫ রানের ইনিংসে ছিল ৭টি চার ও ৭ টি ছয়। কেকেআরের হয়ে এটাই তাঁর সর্বোচ্চ রান। অভিষেক ম্যাচেই অর্ধশতরান করলেন রঘুবংশী। ২৭ বলে ৫৪ রানের তাঁর ইনিংসে ছিল পাঁচটি চার এবং তিনটি ছয়।
এরপরেই ব্যাটে ঝড় তোলেন রাসেল। ব্যাট হাতে রাসেল ১৯ বলে ৪১ রান করলেন। চারটি চার ও তিনটি ছয় মারেন তিনি। ইনিংসের শেষ ওভারে রাসেলকে আউট করে দেন করেন ইশান্ত শর্মা। এছাড়াও রিঙ্কু সিং ৮ বলে ২৬ রান করেন। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৭২ রান করে কেকেআর। যা আইপিএলের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রান।
জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই পরপর উইকেট হারায় দিল্লি। পৃথ্বি শ ১০ রানে আউট হন। ১৮ রানে আউট হন ডেভিড ওয়ার্নার। মিচেল মার্শ, অভিষেক পোড়েলরা শূন্য রানে আউট হন। দিল্লির হয়ে পন্থ ২৫ বলে ৫৫ রান করেন। পন্থের পর অর্ধশতরান করেন স্টাবস। ৫৪ রান করে আউট হন তিনি। কেকেআরের হয়ে বরুণ চক্রবর্তী, বৈভব অরোরা ৩ টি করে উইকেট নেন। এছাড়াও মিচেল স্টার্ক ২ টি উইকেট নেন। নারাইন ও রাসেল ১ টি করে উইকেট নেন। শেষ পর্যন্ত ১৭.২ ওভারে ১৬৬ রানে শেষ হয় দিল্লির ইনিংস।