কোন সমীকরণে আইপিএল ২০২৩ প্লে অফ খেলতে পারে দিল্লি ক্যাপিটালস?

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ ২০২৩ আইপিএল শুরুর কিছু মাস আগেই বড় ধাক্কার সম্মুখীন হয় দিল্লি ক্যাপিটালস দল। দলের অধিনায়ক ঋষভ পন্থ গাড়ি দুর্ঘটনায় আহত হয়ে ছিটকে যান আইপিএল থেকে। এবং পন্থ ছাড়া দিল্লির দল এই আইপিএলে লিগ টেবিলের সবার শেষে।
২০২৩ আইপিএলের ১০ টি ম্যাচ খেলা হয়ে গেছে ডেভিড ওয়ার্নারের দলের। যার মধ্যে মাত্র ৪ টি ম্যাচে তারা জয় লাভ করেছে। এবং ৮ পয়েন্ট নিয়ে ১০ দলের টুর্নামেন্টে ১০ নম্বর স্থানে রয়েছে দিল্লি ক্যাপিটালস। বুধবার চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে খেলতে নামবে দিল্লি ক্যাপিটালস। প্রথম দিকে হতাশাজনক ফলাফল করলেও শেষ কিছু ম্যাচে অনেকটাই উন্নতি করেছে দিল্লির এই ফ্র্যাঞ্চাইজি।
ফলে এখনও প্লে অফ খেলার সুযোগ রয়েছে সৌরভ গাঙ্গুলি-রিকি পন্টিংদের কাছে। কীভাবে প্লে অফের যোগ্যতা অর্জন করতে পারে দিল্লি? জেনে নিন সমস্ত সমীকরণ-
দিল্লি ক্যাপিটালসের এখনও ৪টি ম্যাচ বাকি, যার মধ্যে দুটি ম্যাচ চেন্নাইয়ের সাথে এবং দুটি পাঞ্জাবের সাথে। প্লে অফে উঠতে গেলে এই ৪টি ম্যাচেই জয় লাভ করতে হবে দিল্লি ক্যাপিটালসকে।
তবে শুধু জিতলেই হবে না, অন্য দলগুলির দিকেও তাকিয়ে থাকতে হবে ওয়ার্নারদের। এছাড়াও রান রেটেও দরকার বড় উন্নতির। দিল্লির বর্তমান নেট রান রেট -০.৫২৯।
যেহেতু চেন্নাই এবং গুজরাট দল বাদে বাকি দলগুলির পয়েন্ট পার্থক্য খুবই কম ফলে নেট রান রেট অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে প্রতিটি দলের জন্যেই।
দিল্লিকে প্লে অফ খেলতে হলে অন্যান্য দলগুলিকে পয়েন্ট নষ্ট করতেই হবে। এর পাশাপাশি দিল্লির রানরেটেও দরকার বড় পরিবর্তন। যদিও চেন্নাই ও পাঞ্জাব দুটি দলই এই আইপিএলের ম্যাচগুলিতে বড় সংখ্যার রান করতে সক্ষম হয়েছে। ফলে লড়াই বেশ কঠিন সৌরভ গাঙ্গুলি-রিকি পন্টিংদের জন্য। তবে অসম্ভবও নয়।