নিজের অবসর নিয়ে বড়সড় ইঙ্গিত দিলেন মহেন্দ্র সিং ধোনি

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : তাহলে কি আইপিএল ২০২৩-ই হতে চলেছে মহেন্দ্র সিং ধোনির কেরিয়ারের শেষ অধ্যায়? এই নিয়ে বড়সড় ইঙ্গিত দিলেন খোদ চেন্নাই সুপার কিংস অধিনায়ক। শুক্রবার চিপকে সানরাইজার্স হায়দ্রাবাদকে সাত উইকেটে হারায় চেন্নাই। আর তারপর পোস্ট-ম্যাচ প্রেজেন্টেশনে নিজের অবসর নিয়ে ইঙ্গিত দেন মাহি।
২০২০ সালের পর থেকে আইপিএল ছাড়া কোনও প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেননি ধোনি। যার ফলে অনেকটাই স্পষ্ট, আইপিএলের ১৬তম মরশুম হতে চলেছে ৪১ বছর বয়সী এই সুপারস্টারের অন্তিম অধ্যায়।
চিপকের দর্শকদের প্রতি নিজের ভালোবাসা জানিয়ে ধোনি বলেছেন, "কেরিয়ারের এই শেষ পর্যায়ে, গুরুত্বপূর্ণ হল উপভোগ করা। খুবই ভালো লাগে এখানে খেলতে পেরে। এরা (চিপকের দর্শক) অনেক ভালোবাসা ও স্নেহ দিয়ে এসেছে। এরা সব সময় অপেক্ষা করে আমায় শোনার জন্য।"
এই ম্যাচে, ধোনি এইডেন মার্করামের ক্যাচ ধরে বড়সড় রেকর্ড গড়েন। কুইন্টন ডি ককের গড়া সর্বাধিক টি২০ ক্যাচ ধরার রেকর্ড ছাপিয়েছেন মাহি, বর্তমানে ২০৮টি ক্যাচ ধরেছেন তিনি। ধোনি ও ডি ককের পরে রয়েছেন দীনেশ কার্তিক, কামরান আকমাল ও দীনেশ রামদিন।
রবিবার ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে খেলতে নামবে চেন্নাই সুপার কিংস।