ইডেনে প্লে-অফের দৌড়ে টিকে থাকতে কী হবে কলকাতার প্রথম একাদশ? জানুন

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক: কলকাতা নাইট রাইডার্স বৃহস্পতিবার ইডেন গার্ডেন্সে মুখোমুখি হবে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে। প্লে অফের আশা জিইয়ে রাখতে দুই দলকে জিততেই হবে।
সানরাইজার্স হায়দরাবাদ ও পঞ্জাব কিংসের বিরুদ্ধে পরপর দুটি জয়ে আত্মবিশ্বাস অনেকটাই বেড়েছে কলকাতা নাইট রাইডার্সের। একইসঙ্গে এখনও প্লে-অফের যাওয়ার আশা বাঁচিয়ে রেখেছে নাইট ব্রিগেড।
তবে রাজস্থান দল কেকেআরের বিরুদ্ধে কিছুটা পিছিয়ে শুরু করবে, কারণ শেষ ৫টি ম্যাচের মধ্যে মাত্র একটিতে জয় পেয়েছে সঞ্জু স্যামসনের দল। সেখানে টানা দু ম্যাচে জয় ও ঘরের মাঠের অ্যাডভান্টেজে খেলতে নামবে কেকেআর। অনেকটা ছন্দে ফিরেছে নাইটদের ব্যাটিং-বোলিং লাইনও। রাজস্থানের বিরুদ্ধে কেকেআর প্রথম একাদশ কী হবে? দলে কোনও পরিবর্তন হবে কিনা? উইনিং দলই ফের খেলাবে কিনা কেকেআর টিম ম্যানেজমেন্ট, তা নিয়ে নানা জল্পনা রয়েছে।
কলকাতা নাইট রাইডার্সের সম্ভাব্য একাদশ-জেসন রয়, রহমানউল্লা গুরবাজ, ভেঙ্কটেশ আইয়র, নীতিশ রানা (অধিনায়ক), রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, সুনীল নারিন, শার্দুল ঠাকুর, হর্ষিত রানা, বৈভব অরোরা, বরুণ চক্রবর্তী। ইমপ্যাক্ট প্লেয়ার- সুয়াশ শর্মা, মনদীপ সিং, ডেভিড উইজি, এন জগদীশান।