আইপিএলের এল ক্লাসিকো! চেন্নাই ও মুম্বাইয়ের সম্ভাব্য প্রথম একাদশ জেনে নিন

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ শনিবার চেন্নাইয়ের মাঠে আইপিএলের এল-ক্লাসিকোয় মুখোমুখি হবে চেন্নাই সুপার কিংস এবং মুম্বাই ইন্ডিয়ান্স। গত ম্যাচে লখনউ ম্যাচে বৃষ্টির কারণে ১ পয়েন্ট নিয়ে সন্তুষ্ট থাকতে হয় ধোনির দলকে। ১০ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে সিএসকে এই মুহূর্তে লিগ টেবিলের তিন নম্বর স্থানে রয়েছে। মুম্বাইয়ের বিরুদ্ধে জিততে পারলে প্লে অফের রাস্তা অনেকটাই পরিষ্কার হয়ে যাবে তাদের জন্য।
অন্যদিকে ৯ ম্যাচ খেলে মুম্বাইয়ের পয়েন্ট সংখ্যা ১০। লিগ টেবিলের ৬ নম্বরে থাকা মুম্বাই আজকের ম্যাচ জিতলে টপকে যাবে চিরপ্রতিদ্বন্দ্বী সিএসকে দলকে।
অর্থাৎ দুই দলের কাছেই ম্যাচটি মরণবাঁচন হয়ে উঠেছে। এই হাইভোল্টেজ ম্যাচে দুই দলের সম্ভাব্য একাদশ জেনে নিন।
চেন্নাই সুপার কিংসের সম্ভাব্য প্রথম একাদশ- ডেভন কনওয়ে, রুতুরাজ গায়কোয়াড, অজিঙ্ক রাহানে, শিবম দুবে, মইন আলি, মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক ও উইকেট রক্ষক), রবীন্দ্র জাদেজা, মিচেল স্যান্টনার/ মহেশ থিকসানা, দীপক চাহার, মাথিশা পাঠিরানা এবং তুষার দেশপান্ডে
মুম্বাই ইন্ডিয়ান্সের সম্ভাব্য প্রথম একাদশ- রোহিত শর্মা (অধিনায়ক), ইশান কিষান (উইকেট রক্ষক), ক্যামেরন গ্রীন, সূর্যকুমার যাদব, তিলক বর্মা, টিম ডেভিড, নেহাল ওয়াধেরা, ঋতিক শওকীন, জোফ্রা আর্চার, পীযুষ চাওলা এবং আকাশ মাধওয়াল