সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে প্রথম একাদশে এই বড় পরিবর্তন করতে পারে কলকাতা নাইট রাইডার্স

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : আইপিএল ২০২২ এর ২৫তম ম্যাচে মুখোমুখি হতে চলেছে সানরাইজার্স হায়দ্রাবাদ ও কলকাতা নাইট রাইডার্স। গত ম্যাচে দিল্লি ক্যাপিটালসের কাছে বড় হারের জেরে স্বভাবতই বড় ধাক্কা খেয়েছে শ্রেয়াস আইয়ারের নাইট ব্রিগেড।
এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে কি কোনও পরিবর্তন আনতে পারে কলকাতা? এই মুহুর্তে প্রথম একাদশে বাদ পড়ার ক্ষেত্রে বড় নাম অজিঙ্ক রাহানে। এবং অজি তারকা ওপেনার অ্যারন ফিঞ্চের আগমণে, সে সম্ভাবনা বেড়ে গিয়েছে।
ফলে বলাই যায়, রাহানের পরিবর্তে কেকেআরের ওপেনিংয়ে নামতে পারেন অ্যারন ফিঞ্চ। পাকিস্তানের বিরুদ্ধে সদ্য টি২০ আন্তর্জাতিক ম্যাচে অর্ধশতরান হাঁকেন ফিঞ্চ, ফলে ফর্ম নিয়েই আসছেন তিনি।
তবে ফিঞ্চের আগমণের জেরে কেকেআরের এক বিদেশীকে বসতে হবে। সেক্ষেত্রে ইংরেজ উইকেটকিপার স্যাম বিলিংসের উপর কোপ পড়বে, আর সেখানে আসবেন আর এক উইকেটকিপার শেল্ডন জ্যাকসন। ফলে হায়দ্রাবাদের বিরুদ্ধে এই দুটি পরিবর্তন আসতে পারে নাইট একাদশে।
সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে কলকাতা নাইট রাইডার্সের সম্ভাব্য একাদশ - ভেঙ্কটেশ আইয়ার, অ্যারন ফিঞ্চ, শ্রেয়াস আইয়ার, নীতিশ রানা, আন্দ্রে রাসেল, শেল্ডন জ্যাকসন, প্যাট কামিন্স, সুনীল নারাইন, উমেশ যাদব, রাশিখ সালাম, বরুণ চক্রবর্তী।