বাংলার ক্রীড়াপ্রেমীদের জন্য সুখবর! আইপিএল ২০২২ এর ম্যাচ আসতে চলেছে ইডেন গার্ডেন্সে

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : ইতিমধ্যেই আইপিএল ২০২২ এর গ্রুপ পর্বের ম্যাচগুলি আয়োজিত হচ্ছে মুম্বই ও পুনের চারটি স্টেডিয়ামে। তবে এবার আইপিএল ২০২২ আসতে চলেছে বাংলায়।
যা সম্ভাবনা, চলত আইপিএলের কোয়ালিফায়ার ১ ও এলিমিনেটরের ম্যাচ আয়োজিত হবে ঐতিহ্যশালী ইডেন গার্ডেন্সে। এদিকে কোয়ালিফায়ার ২ এবং ফাইনাল আয়োজিত হতে পারে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে।
খুব শীঘ্রই বিসিসিআইয়ের তরফ থেকে আনুষ্ঠানিক ঘোষণা করা হবে। আগামী কয়েক দিন পর আইপিএল গভর্নিং কাউন্সিলের বৈঠকের পর হবে এই ঘোষণা।
এদিকে এমন খবর উঠে এসেছে, উত্তরপ্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন বিসিসিআই ও আইপিএল গভর্নিং কাউন্সিলের কাছে প্রস্তাব রেখেছে, যাতে লখনউয়ের নয়া একানা স্টেডিয়ামে একটি প্লেঅফ ম্যাচ আয়োজন করা যায়। তবে আইপিএল গভর্নিং কাউন্সিল সেই প্রস্তাব না মানার পক্ষেই আছে বলে জানা গিয়েছে।