নববর্ষে ইলিশ খাওয়ার ইচ্ছাপ্রকাশ করলেন অ্যারন ফিঞ্চ

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : ইতিমধ্যেই কলকাতা নাইট রাইডার্স শিবিরে যোগ দিয়েছেন তারকা অজি ওপেনার অ্যারন ফিঞ্চ। এবং কলকাতার ফ্র্যাঞ্চাইজিতে যোগ দেওয়া মানে বাঙালিয়ানার সাথে পরিচিত হতেই হবে, এ যেন অলিখিত এক নিয়ম।
সদ্য টুইটারে এক প্রশ্নোত্তর সেশনে যোগ দেন অ্যারন ফিঞ্চ, আর সেখানে প্রাক্তন ইংরেজ মহিলা ক্রিকেটার ও ধারাভাষ্যকার ইশা গুহ ফিঞ্চকে জিজ্ঞেস করেন যে তিনি ইলিশ মাছ কখনও খেয়েছেন কিনা? বলা বাহুল্য, ইশা গুহা নিজে বাঙালি ঘর থেকে এসেছেন, যেখানে তার পরিবার কলকাতা থেকে ব্রিটেনে চলে যায়।
তবে ইশা গুহর জবাবে ফিঞ্চ নেতিবাচক জবাব দিলেও তিনি জানান, আসন্ন বাঙালি নববর্ষে তিনি ইলিশ খাওয়ার চেষ্টা করবেন।
ইশার প্রশ্নের জবাবে ফিঞ্চ বলেছেন, "না, আমি এখনই খাইনি। তবে আমি শুনছি সামনেই বাঙালি নববর্ষ এবং আমি মুখিয়ে রয়েছে এটির স্বাদ পেতে। আমি এখনও এটি খাইনি, আমি জানি এটি আপনার রেসিপি বইতে রয়েছে, তাই আমি মুখিয়ে থাকব এখানে খাওয়ার এবং বাড়িতে গিয়ে তৈরি করার। অবশ্য তা তেমন সফল হবে না জানি, তবে আমি সেই রেসিপিটি পুরোপুরি পালন করব, আশা করি প্রায় ওরকমই হবে।"
সদ্য পাকিস্তান সফর সেরে ভারতে এসেছেন অ্যারন ফিঞ্চ। এছাড়াও অস্ট্রেলিয়ার টেস্ট অধিনায়ক প্যাট কামিন্সও দলে যোগ দিয়েছেন এবং দুটি ম্যাচও খেলেছেন।