ভারতীয় দলে রিঙ্কুর সুযোগ পাওয়া শুধু সময়ের অপেক্ষা : হরভজন সিং

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : কলকাতা নাইট রাইডার্সের একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবে নিজেকে তুলে ধরেছেন রিঙ্কু সিং। চলতি আইপিএলে কলকাতাকে একাধিক ম্যাচ জিতিয়েছেন রিঙ্কু।
এদিকে উত্তরপ্রদেশের ২৫ বছর বয়সী এই ক্রিকেটারকে জাতীয় দলে দেখতে পাচ্ছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার হরভজন সিং। যখন কলকাতা নাইট রাইডার্সে ছিলেন হরভজন, তখন কাছ থেকে দেখেছেন রিঙ্কুকে। ফলে ভাজ্জি জানেন, কতটা পরিশ্রম করেছেন তিনি।
এই নিয়ে হরভজন বলেছেন, "জাতীয় দলে রিঙ্কুর সুযোগ পাওয়া শুধু সময়ের অপেক্ষা। উনি একজন আদর্শবান খেলোয়াড়। আজকে উনি যে জায়গায় আছেন, তার জন্য প্রচন্ড পরিশ্রম করেছেন। নিজের প্রতি এই বিশ্বাস রাখার পুরো কৃতিত্বই ওনার। ওনার সফর জীবনের ক্ষেত্রে একটি বড় শিক্ষা এবং ছোট বাচ্চারা ওনার থেকে শিখতে পারে।"