অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে ৫ উইকেটে জয় ভারতের

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের ওডিআই সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল ভারত। প্রথম দু-ম্যাচে বিশ্রামে রোহিত শর্মা, বিরাট কোহলি, হার্দিক পান্ডিয়ারা। ফলে বিশ্বকাপের স্কোয়াডে থাকা বাকিদের জন্য দারুণ সুযোগ ছিল এই ম্যাচটি। ভারত জিতল ৫ উইকেটের ব্যবধানে।
আরও পড়ুন: আইএসএল খেতাব ধরে রাখতে বদ্ধপরিকর লিস্টন
শুক্রবার টসে জিতে প্রথমে বল করে ভারত। ৫০ ওভারে অস্ট্রেলিয়া তোলে ২৭৬ রান। এদিন বল হাতে নজর কাড়লেন মহম্মদ শামি। ইনিংসের শুরুতে বল করতে এসে, উইকেট তুলে নিলেন। ৫১ রান দিয়ে ৫ উইকেট নিয়ে এক দিনের ক্রিকেটে সেরা বোলিং পারফরমেন্স করলেন শামি। এছাড়াও বুমরাহ, জাদেজা ও অশ্বিন একটি করে উইকেট নেন। অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ ৫২ রান করেন ডেভিড ওয়ার্নার।
ভারতের সামনে জয়ের জন্য ২৭৭ রানের টার্গেট রাখে প্যাট কামিন্সের অস্ট্রেলিয়া। ভারত জয়ের লক্ষ্যে পৌঁছে গেল ৪৮.৪ ওভারেই। ৮ বল বাকি থাকতে জয় এল পাঁচ উইকেটে। ইনিংসের শুরুতে দুর্দান্ত পার্টনারশিপ করেন ঋতুরাজ ও শুভমন গিল।ঋতুরাজ ৭৭ বলে ৭১ রান করেন ও শুভমন ৬৩ বলে ৭৪ রান করেন। এছাড়াও লোকেশ রাহুল ৬৩ বলে ৫৮ রান করেন। সূর্যকুমার পাঁচটি চার ও একটি ছয়ের সাহায্যে ৪৯ বলে ৫০ রান করেন। রবীন্দ্র জাদেজা শেষে অপরাজিত থাকলেন ৬ বলে ৩ রান করে। শেষমেষ ৮ বল বাকি থাকতেই পাঁচ উইকেটে জয় তুলে নেয় ভারত।