এই কাজ করলে সৌরভ গাঙ্গুলিকে সম্মান দেবেন বিরাট কোহলি, দাবি এই বিশ্বজয়ী ক্রিকেটারের

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : শনিবার অরুণ জেটলি স্টেডিয়ামে দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। আবারও মুখোমুখি সৌরভ গাঙ্গুলি ও বিরাট কোহলি - যার ফলে ম্যাচের আগেই পরিবেশ উত্তপ্ত।
এই পরিস্থিতিতে বিরাট কোহলি যদি এই কাজটি করেন, সেটাই হবে সৌরভ গাঙ্গুলি প্রতি যথার্থ সম্মানপ্রদান। এমনটাই জানিয়েছেন দুইবারের বিশ্বকাপজয়ী পেসার শ্রীশান্ত।
সম্প্রচারকারী চ্যানেলের হয়ে এক ভিডিওতে শ্রীশান্ত বলেছেন, "আইপিএলের সব থেকে উত্তেজক ম্যাচ। এটি খুবই গুরুত্বপূর্ণ হবে। দিল্লি বনাম আরসিবি।"
"প্রথম পয়েন্ট, বিরাট কোহলি বনাম ওয়ার্নার। এটি একটি থ্রিলার ম্যাচ হবে কারণ দিল্লি সবে ম্যাচ জিতেছে আর আরসিবি লিগের সেরা হওয়ার মুখে রয়েছে।"
"দ্বিতীয় পয়েন্ট হল নর্টজে। আমার খুব ভালো লাগে যখন উনি দৌড়ে আসেন এবং আরসিবি ব্যাটারদের নিজের ছন্দে নাচাবেন।"
তবে তৃতীয় পয়েন্টটি নিয়ে শ্রীশান্ত তুলে ধরলেন দাদা বনাম বিরাটের কাহিনী। তিনি বলেছেন, "খুব ভালো লাগবে যদি বিরাট শতরান হাঁকেন। আমার মনে হয় এটি দাদার প্রতি যথার্থ সম্মান দেওয়া হবে। বিরাট, মাঠে গিয়ে নিজেকে মেলে ধরো আর আরসিবিকে এই ম্যাচ জেতাও।"
গতবারের সাক্ষাতে বিরাট কোহলি ও সৌরভ গাঙ্গুলির মধ্যে ঠান্ডা যুদ্ধ দেখা গিয়েছিল। বেঙ্গালুরুতে হওয়া ম্যাচে যখন আমন খানের ক্যাচ ধরেছিল বিরাট, সেই সময়ে ডাগআউটে থাকা সৌরভ গাঙ্গুলির উদ্দেশ্যে কড়া দৃষ্টিতে তাকান বিরাট। এরপর ম্যাচ শেষে হাতও মেলাননি বিরাট ও সৌরভ।