২০১৯ বিশ্বকাপ ফাইনালের বদলা নিতে ইংল্যান্ডের বিরুদ্ধে এই দল নামাতে পারে নিউজিল্যান্ড

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে পরাজিত হয়েছিল নিউজিল্যান্ড। ২০২৩ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে নিউজিল্যান্ডের প্রতিপক্ষ আবারও সেই ইংল্যান্ড দল। গত বিশ্বকাপ ফাইনালের বদলা নিতে প্রস্তুত নিউজিল্যান্ড। যদিও দলের অধিনায়ক কেন উইলিয়ামসন এবং তারকা বোলার টিম সাউদিকে ছাড়াই খেলতে হবে নিউজিল্যান্ডকে।
সাউদি আঙুলের চোটের কারণে ছিটকে গিয়েছেন বিশ্বকাপের প্রথম ম্যাচ থেকে। অন্যদিকে কেন উইলিয়ামসনও এখনও সম্পূর্ণ ফিট নন। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে হতে চলেছে এই হাই ভোল্টেজ ম্যাচ।
প্রসঙ্গত ওডিআই ক্রিকেটে মোট ৯৫ বার একে অপরের মুখোমুখি হয়েছে ইংল্যান্ড এবং নিউজিল্যান্ড। দুটি দলই জিতেছে ৪৪টি ম্যাচ। যেখানে তিনটি ম্যাচ টাই এবং ৪ টি ম্যাচ অমিমাংসিত শেষ হয়। কোন দল তাদের ৪৫ তম ম্যাচ জিতবে সেই দিকেই তাকিয়ে ক্রিকেট ভক্তরা। এক নজরে জেনে নিন ইংল্যান্ডের বিরুদ্ধে নিউজিল্যান্ডের সম্ভাব্য প্রথম একাদশ।
আরও পড়ুন- বিশ্বকাপ শুরুর আগে স্বস্তি ফিরল এই ভারতীয় ক্রিকেটারের
ডেভন কনওয়ে, উইল ইয়ং, মার্ক চাপম্যান, ড্যারিল মিচেল, টম ল্যাথাম (অধিনায়ক), গ্লেন ফিলিপ্স, রচিন রবীন্দ্র, মিচেল স্যান্টনার, ইশ সোধি, ম্যাট হেনরি, ট্রেন্ট বোল্ট