২০২৩ ক্রিকেট বিশ্বকাপের প্রথম ম্যাচে বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডের সম্ভাব্য প্রথম একাদশ জেনে নিন

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ ২০১৯ বিশ্বকাপ ফাইনাল যেখানে শেষ হয়েছিল সেখান থেকেই শুরু হতে চলেছে ২০২৩ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ। বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড মুখোমুখি হতে চলেছে গত বিশ্বকাপের রানার্সআপ নিউজিল্যান্ডের। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে হতে চলেছে এই হাই ভোল্টেজ ম্যাচ। বিশ্বকাপ রক্ষণের লড়াইয়ে নামবে জস বাটলারের দল।
আরও পড়ুন- উদ্বোধনী অনুষ্ঠান ছাড়াই শুরু হবে ক্রিকেট বিশ্বকাপ! জানুন আসল কারণ
প্রসঙ্গত ওডিআই ক্রিকেটে মোট ৯৫ বার একে অপরের মুখোমুখি হয়েছে ইংল্যান্ড এবং নিউজিল্যান্ড। দুটি দলই জিতেছে ৪৪টি ম্যাচ। যেখানে তিনটি ম্যাচ টাই এবং ৪ টি ম্যাচ অমিমাংসিত শেষ হয়। কোন দল তাদের ৪৫ তম ম্যাচ জিতবে সেই দিকেই তাকিয়ে ক্রিকেট ভক্তরা। এক নজরে জেনে নিন নিউজিল্যান্ডের বিরুদ্ধে ইংল্যান্ডের সম্ভাব্য প্রথম একাদশ।
জস বাটলার (অধিনায়ক), জনি বেয়ারস্টো, ডাউইড মালান, জো রুট, বেন স্টোকস, লিয়াম লিভিংস্টোন, মঈন আলী, স্যাম কারান, মার্ক উড, আদিল রশিদ, রিস টপলি