উমেশ যাদবকে ভারতীয় টি২০ দলে দেখছেন টিম সাউদি! KKR থিঙ্কট্যাঙ্ক নিয়ে বড় বার্তা

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : চলতি আইপিএলে ভালো ছন্দে রয়েছে কলকাতা নাইট রাইডার্স, বিশেষ করে তাদের বোলিং লাইন আপ দুর্দান্ত ফর্মে রয়েছে। এবং কেকেআরের বোলিংয়ের অন্যতম বড় অস্ত্র হিসেবে উঠে এসেছেন উমেশ যাদব। যেভাবে তিনি কলকাতার হয়ে শুরুর পাওয়ারপ্লেতে উইকেট তুলে নিচ্ছেন, তা সত্যিই দেখার মত।
এবং উমেশের এই পারফর্মেন্সে দারুণ খুশি কেকেআর সতীর্থ তথা তারকা কিউই পেসার টিম সাউদি। তিনি মনে করেন, ভারতের হয়ে টি২০ আন্তর্জাতিক খেলতেই পারে উমেশ। তিন বছর আগে শেষবার ভারতের হয়ে টি২০ খেলেছেন উমেশ।
এই নিয়ে এক সাক্ষাৎকারে টিম সাউদি বলেছেন, "আমি উমেশের বড় ভক্ত, ও একজন দারুণ বোলার। আমি ভাগ্যবান যে ওর সাথে কয়েকবার নতুন বল শেয়ার করেছি যখন আমরা আরসিবিতে খেলতাম। যেভাবে ওকে ম্যানেজ করা হয়েছে, সেটি উমেশের বোলিংকে মানায়। যদি ও পারফর্ম করে যায় এভাবে, তাহলে আমি জানি না কিভাবে ও ভারতের হয়ে টি২০ ক্রিকেটে ভালো করবে না।"
এরপর কলকাতা নাইট রাইডার্স থিঙ্কট্যাঙ্কের প্রশংসা করে সাউদি বলেছেন, "যেভাবে কেকেআর উমেশকে ব্যবহার করেছে, তা অসাধারণ। ব্রেন্ডন ম্যাককালাম ও শ্রেয়াস আইয়ার ওকে নতুন বলে আক্রমণাত্মক অস্ত্র হিসেবে ব্যবহার করেছে, নতুন বলে ওর শক্তির সর্বোচ্চ ব্যবহারের প্রয়োগ এবং মিডল ওভারে ফিরে এসে উইকেট তুলে নেওয়াটা অনেক সহজ করে দেয়। টুর্নামেন্টে ও দারুণ শুরু করেছে। বড় মাপের বোলারদের সাথে বোলিং শুরু করা, এবং যাদের সাথে খেলা হয় না, এটাই টুর্নামেন্টের সৌন্দর্য।"
এদিকে কেকেআরের বোলিং লাইনআপে উচ্ছ্বসিত সাউদি বলেছেন, "সত্যিই দারুণ। আপনি যদি অভিজ্ঞতা দেখেন এবং এই তিনজনের পেস দেখেন, আর তারপর এরকম চমৎকার প্রতিভাবান তরুণ ভারতীয় বোলাররা আপনার দলে রয়েছে। এর উপরে আপনার দলে দুজন মিস্ট্রি স্পিনার রয়েছে, তাই আমার মনে হয় একটি বোলিং আক্রমণ হিসেবে সমস্ত বেস কভার করে রেখেছে। এই লাইনআপের অংশ হতে পেরে ভালো লাগছে। আপনার কাছে সুনীল নারাইন, প্যাট ও উমেশের মত অভিজ্ঞতা রয়েছে, এবং তারপর কিছু তরুণ ভারতীয় প্রতিভাকে নেওয়া হলে, সেটি বেশ ভালো লাগে।"