কোন অঙ্কে প্লে-অফের পথে নাইটরা?

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক: চলতি আইপিএলে ট্রফি জয়ের স্বপ্ন নিয়ে শুরু করলেও পর পর কয়েকটি ম্যাচ হেরে প্লে অফে ওঠাই কঠিন হয়ে দাঁড়িয়েছিল কলকাতা নাইট রাইডার্সের। সোমবার ঘরের মাঠে মরণ-বাঁচন ম্যাচে পাঞ্জাব কিংসকে ৫ উইকেটে হারায় নাইটরা। হারলেই প্লে অফের সম্ভাবনা কার্যত শেষ হয়ে যেত। কিন্তু পাঞ্জাব কিংসকে হারিয়ে সম্ভাবনা বাঁচিয়ে রাখল কলকাতা নাইট রাইডার্স। এরপরেও কি নাইটরা প্লে অফে যেতে পারবে? আসুন দেখে নিন সম্ভাবনা কতটা।
ইতিমধ্যেই ১১ ম্যাচ খেলা হয়ে গেছে কলকাতা নাইট রাইডার্সের। ১১ ম্যাচে জয় এসেছে ৫টিতে, হেরেছে ৬ ম্যাচ। এই মুহূর্তে কলকাতা নাইট রাইডার্সের পয়েন্ট ১০। লিগ টেবিলে ৫ নম্বরে রয়েছে নাইট রাইডার্স। এখনও ৩টি ম্যাচ বাকি রয়েছে নাইট রাইডার্সের।
নাইট রাইডার্স যদি এই ৩টি ম্যাচ জেতে তাহলে ১৬ পয়েন্টে লিগ শেষ করবে। এই মুহূর্তে ১১ ম্যাচে ১৬ পয়েন্ট পেয়ে লিগ টেবিলের শীর্ষে রয়েছে গুজরাট টাইটান্স। দ্বিতীয় স্থানে রয়েছে চেন্নাই ও তৃতীয় স্থানে রয়েছে লখনউ।
গুজরাট জিতেছে ৮ টি ম্যাচ, লখনউ ৫টি। চেন্নাই জিতেছে ৬টি। অন্য দলগুলি যদি সাতটার কম ম্যাচ জেতে, তাহলে কলকাতা নাইট রাইডার্স প্লে অফে খেলার ছাড়পত্র পাবে। সেক্ষেত্রে নাইটদের বাকি ৩ ম্যাচেই জিততে হবে। চেন্নাই এবং লখনউকে একটা করে ম্যাচ হারতে হবে।
এছাড়া সানরাইজার্স হায়দরাবাদ, দিল্লি ক্যাপিটালস, এই দুটি দলকেও সাতটার বেশি ম্যাচ জেতা চলবে না। সুতরাং খাতায়কলমে কলকাতা নাইট রাইডার্সের এখনও সম্ভাবনা থাকলেও বাস্তবে কিন্তু কাজটা অনেকটাই কঠিন।