মাঠেই মহম্মদ শামির উপর ক্ষোভ প্রকাশ হার্দিক পান্ডিয়ার! সমালোচনায় মুখর ক্রিকেট ভক্তরা

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : সোমবার আইপিএলে নিজেদের প্রথম হার হজম করল গুজরাট টাইটান্স। সানরাইজার্স হায়দ্রাবাদের কাছে আট উইকেটে হার হজম করল তারা। তবে দ্বিতীয় ইনিংসে ১৬২ এর মত কম রান ডিফেন্ড করার সময় বেশ রাগান্বিত লেগেছিল গুজরাট অধিনায়ক হার্দিক পান্ডিয়াকে।
একাধিক সময়ে দেখা গিয়েছে, মাঠে তিনি তার সতীর্থদের উপর চেঁচাচ্ছেন। এবং সেই ক্ষোভ প্রকাশের শিকার হয়েছেন অভিজ্ঞ ভারতীয় পেসার মহম্মদ শামি। ১৩তম ওভারে, হার্দিক পান্ডিয়ার বলে রাহুল ত্রিপাঠী আপার কাট মারেন, যা থার্ডম্যানে দাঁড়ানো মহম্মদ শামি ক্যাচ না ধরে বাউন্ডারি বাঁচানোর চেষ্টা করেন। আর এই নিয়ে চেঁচামেচি করেন হার্দিক, যার প্রতিক্রিয়ায় হতবাক হয়ে যান শামি।
আর এই জিনিসটিকে ভালোভাবে দেখেননি ক্রিকেট ভক্তরা। শামির মত একজন অভিজ্ঞ ও সম্মানীয় ক্রিকেট ব্যক্তিত্ব, যিনি এই ক্রীড়ার অন্যতম বড় দূত হিসেবে উঠে এসেছেন, তার প্রতি হার্দিকের এই আচরণ মেনে নিতে পারছেন না নেটিজেনরা। এবং এই নিয়ে তার অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন তুলেছে অনেকে।
নেটিজেনরা কেন উইলিয়ামসনের প্রসঙ্গ টেনে এনে বলছেন, যখন সেই ম্যাচের প্রথম ইনিংসে অভিষেক শর্মা, রাহুল ত্রিপাঠি ও এইডেন মার্করাম ক্যাচ ছেড়ে দেন, তখন কোনওরকম ক্ষোভপ্রকাশ করেননি ক্যাপ্টেন কেন। আর এটাই একজন অধিনায়ক ও নেতার তফাৎ।
দেখে নিন কি বলছে সোশ্যাল মিডিয়া -