ঘরের মাঠে শেষ ম্যাচে বিশেষ জার্সি পরবে গুজরাট টাইটান্স! জানুন আসল কারণ

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ আইপিএল ২০২৩-এর লিগ টেবিলের শীর্ষে রয়েছে হার্দিক পান্ডেয়ার গুজরাট টাইটান্স। গতবারের বিজয়ী দল এবার নিজেদের জার্সিতে আনতে চলেছে পরিবর্তন। তবে পরিবর্তনের কারণটি বেশ গুরুত্বপূর্ণ। আগামী ১৫ই মে সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে ঘরের মাঠে খেলতে নামবে গুজরাট। এটাই তাদের শেষ হোম ম্যাচ। আর এই ম্যাচকেই হার্দিকের দল বেছে নিয়েছে ক্যান্সারের বিরুদ্ধে লড়াই করার মঞ্চ হিসাবে।
খবর অনুযায়ী, নিজেদের ঘরের মাঠে শেষ ম্যাচে গুজরাট টাইটান্স দল ল্যাভেন্ডার জার্সি পরে খেলতে নামবে। ল্যাভেন্ডার রঙ সবধরনের ক্যান্সার রোগের বিষয় মানুষকে সচেতন করতে ব্যবহার করা হয়।
এই জার্সির মাধ্যমে গুজরাট টাইটান্স দল মানুষের মধ্যে ক্যান্সার রোগের বিষয় সচেতনতা বাড়াতে চায়। কীভাবে ক্যান্সারের মোকাবিলা করা যায় সেই বিষয় মানুষকে বোঝাতেই এই উদ্যোগ।
গুজরাট অধিনায়ক হার্দিক এই বিষয় বলেছেন, "ভারত সহ গোটা বিশ্বে কোটি কোটি মানুষ ক্যান্সারের সাথে লড়াই করে। এবং দল হিসাবে এই মারণ রোগের বিষয় সচেতন করা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে।"
প্রসঙ্গত ভারতবর্ষে প্রতি ৯ জন মানুষের মধ্যে ১ জনের জীবনকালে ক্যান্সার রোগে আক্রান্ত হওয়ার সম্ভবনা থাকে। পরিসংখ্যান অনুযায়ী, ২০২২ সালে দেশে নতুন ক্যান্সার আক্রান্ত মানুষের সংখ্যা ১৪.১৬ লাখ।
ফলে এই কঠিন রোগের বিষয় মানুষকে সচেতন করা অত্যন্ত জরুরি। বিশেষত প্রথম দিকে রোগটি শনাক্ত করা এবং শুশ্রূষা করা অত্যন্ত জরুরি। তাই গুজরাটের এই মহৎ উদ্দেশ্য অবশ্যই প্রশংসনীয়।