KKR vs CSK : রবিবারের মহারণে জিতবে কারা? এই উত্তর দিল Google

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : আগামী রবিবার অর্থাৎ ২৩ এপ্রিল ইডেন গার্ডেন্সে মুখোমুখি হতে চলেছে কলকাতা নাইট রাইডার্স ও চেন্নাই সুপার কিংস। আর এই ম্যাচকে ঘিরে আগ্রহ চরমে। ইডেন গার্ডেন্সে সম্ভবত এটিই ধোনির শেষ ম্যাচ, অন্যদিকে চেন্নাই-কলকাতার প্রতিদ্বন্দ্বীতা আইপিএলের ইতিহাসে বেশ উল্লেখযোগ্য।
এই পরিস্থিতিতে কোন দল রবিবারের এই মহারণ জিতবে, এই নিয়ে তর্ক-বিতর্ক ও আলোচনা শুরু হয়েছে। কিন্তু এই নিয়ে কি বলছে জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগল? কাদের এগিয়ে রাখছে গুগল?
গুগল ভবিষ্যতবাণী করেছে, এই ম্যাচে এগিয়ে রয়েছে চেন্নাই সুপার কিংস। ৫৫ শতাংশ সুযোগ রয়েছে এই ম্যাচে চেন্নাইয়ের জেতার, অন্যদিকে কলকাতার পক্ষে ৪৫ শতাংশ জেতার সুযোগ রয়েছে - এমনটাই বলছে গুগল।
তবে ফর্মের দিক থেকেও, চেন্নাই এগিয়ে রয়েছে এই ম্যাচে। গত শুক্রবার সানরাইজার্স হায়দ্রাবাদকে দাপটে হারিয়ে তৃতীয় স্থানে উঠে এসেছে চেন্নাই। অপর দিকে হারের হ্যাটট্রিক করেছে কলকাতা নাইট রাইডার্স। মাত্র চার পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে ধুঁকছে নাইটরা।