কলকাতা নাইট রাইডার্সের জন্য স্বস্তির খবর! ছিটকে গেলেন হায়দ্রাবাদের এই তারকা ক্রিকেটার

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : আগামী ১৫ এপ্রিল সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে খেলতে নামবে কলকাতা নাইট রাইডার্স। আর তার আগে কার্যত বড় স্বস্তির খবর পেল নাইট শিবির। চোটের জেরে কেকেআরের বিরুদ্ধে ম্যাচে খেলবেন না তারকা অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দর।
মঙ্গলবার গুজরাট টাইটান্সের বিরুদ্ধে জয় পেলেও প্রথম ইনিংসে ফিল্ডিংয়ের সময় চোট পেয়ে মাঠ থেকে বেরিয়ে যান ওয়াশিংটন সুন্দর। এবং এর জেরে যা সম্ভাবনা, আগামী দুই সপ্তাহ মত বাইরে থাকতে হতে পারে সুন্দরকে।
এই নিয়ে ম্যাচের পর সাংবাদিক বৈঠকে সানরাইজার্স হায়দ্রাবাদের হেড কোচ টম মুডি বলেছেন, "ওয়াশিংটন সুন্দরের ডান হাতে চোট এসেছে। আমরা সেটি আগামী দুই-তিন দিন ধরে পর্যবেক্ষণ করব। এবং আশা করা যায়, খুব বড় চোট নয় এটি। আমার অনুমান এটি সম্ভবত এক সপ্তাহ বা তার সামান্য বেশি লাগতে পারে ঠিক হতে।"
চলতি মরশুমে ভালো ফর্মে ছিলেন সুন্দর। লোয়ার অর্ডারে আক্রমণাত্মক ব্যাটিং করার পাশাপাশি পাওয়ারপ্লেতে উইকেট তুলে নিতে সক্ষম তিনি। ফলে ওয়াশিংটনের ছিটকে যাওয়াটা হায়দ্রাবাদের জন্য বড় ধাক্কা, এবং কলকাতা নাইট রাইডার্সের জন্য নিঃসন্দেহে স্বস্তির খবর।