একে অপরের মুখোমুখি হওয়ার আগে ঋষভকে বিশেষ পরামর্শ গম্ভীরের

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ বুধবার দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হতে চলেছে কলকাতা নাইট রাইডার্স। পর পর দুই ম্যাচ জিতে আত্মবিশ্বাস তুঙ্গে নাইট বাহিনীর অন্যদিকে প্রথম দুই ম্যাচে হারের পর চেন্নাই ম্যাচে জয়ের দেখা পেয়েছে সৌরভ-পন্টিংয়ের দিল্লি। এর পাশাপাশি চোট সারিয়ে ২২ গজে ফিরে নিজের ফর্মও ফিরে পেয়েছেন অধিনায়ক ঋষভ পন্থ। তবে ম্যাচের আগের দিন দিল্লি ও কলকাতা শিবিরের মধ্যে যুদ্ধকালীন পরিবেশ দেখা যায়নি বরং খোশমেজাজেই দেখা যায় দুই দলের ক্রিকেটার ও মেন্টরদের।
সম্প্রতি কেকেআর মিডিয়া একটি ভিডিও পোস্ট করে যেখানে দেখা যায় যে দিল্লি অধিনায়ক ঋষভ পন্থ কেকেআর মেন্টর গৌতম গম্ভীর এবং কোচ চন্দ্রকান্ত পন্ডিতের সাথে কথা বলতে এগিয়ে আসেন।
তাঁদের এই সাক্ষাতে দেখা যায় গম্ভীর এবং ঋষভ দুজনেই বেশ ভালো মেজাজে রয়েছেন। একে অপরের সাথে কথা বলা, হাসি ঠাট্টা করা এবং এর পাশাপাশি কেকেআর মেন্টর গম্ভীরের ঋষভের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ দেওয়া। এই দৃশ্য ইতিমধ্যে মন জিতে নিয়েছে ক্রিকেট ভক্তদের।