প্রাক্তনীরাই কি এবার কলকাতার আইপিএল জয়ের বড় কাঁটা?

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : শুক্রবার আইপিএল ২০২২ এর ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদের কাছে সাত উইকেটে পরাজিত হয়েছে কলকাতা নাইট রাইডার্স। আর এই হারের ক্ষেত্রে বড় ভূমিকা রয়েছে একদা কেকেআর প্রাক্তনী রাহুল ত্রিপাঠী। ৩৭ বলে ৭১ রানের অনবদ্য ইনিংস খেলে কলকাতার হাত থেকে ম্যাচ ছিনিয়ে নেন রাহুল।
আর এখানেই কেকেআর সমর্থকদের মনে চিন্তা, তবে কি এবার দলের প্রাক্তনীরাই কি কলকাতার খেতাব জয়ের পথে কাঁটা হয়ে দাঁড়াবে? এবারের আইপিএলে যে তিনটি ম্যাচে হেরেছে কলকাতা, সেই তিনটিতে বড় ভূমিকা রেখেছেন নাইট প্রাক্তনীরাই।
কলকাতা তাদের প্রথম ম্যাচ হারে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের কাছে। একটি লো স্কোরিং থ্রিলারে এক সময় মনে হচ্ছিল, কলকাতা হারতে থাকা ম্যাচটা জিতে যাবে। কিন্তু শেষ ওভারে ঠান্ডা মাথার পরিচয় দেখিয়ে আরসিবিকে ম্যাচ জিতিয়ে আনেন দীনেশ কার্তিক, যিনি এক সময় কলকাতার অধিনায়ক ছিলেন।
৭ বলে অপরাজিত ১৪ রান করে শেষ ওভারে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোকে জিতিয়ে দেন কার্তিক। আর প্রাক্তন নাইট অধিনায়কই কলকাতার জয়রথ থামিয়ে দেন।
এরপর নাইটরা দ্বিতীয় ম্যাচ হারে দিল্লি ক্যাপিটালসের কাছে। দিল্লির তোলা বিশাল স্কোরের সামনে কলকাতা লড়াই চালিয়ে গিয়েছিল। কিন্তু এমন সময় কলকাতার বিতাড়িত এক স্পিনার নাইটদের খেলা এক ওভারেই শেষ করে দেন। তিনি হলেন কুলদীপ যাদব।
১৬তম ওভারে বল করতে আসেন কুলদীপ, সামনে বিপজ্জনক আন্দ্রে রাসেল ও প্যাট কামিন্সের জুটি। কিন্তু সেই ওভারে কামিন্স, সুনীল নারাইন ও উমেশ যাদবের উইকেট তুলে ম্যাচটা কেকেআরের হাত থেকে ছিনিয়ে নেন কুলদীপ। শেষ অবধি চার ওভারে ৩৫ রান দিয়ে চার উইকেট তুলে নেন কুলদীপ। এক সময় যাকে কেকেআর বেঞ্চে বসিয়ে নষ্ট করছিল, সেই কুলদীপ কেকেআরের জেতার আশা নষ্ট করে দেন।
আর এবার রাহুল ত্রিপাঠী। শুরুতে সানরাইজার্স হায়দ্রাবাদের দুই ওপেনারকে আউট করে এগিয়ে গিয়েছিল কলকাতা। কিন্তু এইডেন মার্করামের সাথে রাহুল ত্রিপাঠী এমন ঝোড়ো ব্যাটিং শুরু করেন, যা কলকাতার হাত থেকে ম্যাচ উড়ে যায়।