ক্রিজে সময় কাটাতে হবে নাইট ব্যাটারদের! আরসিবির বিরুদ্ধে ব্যর্থতায় টিপ্পনি আকাশ চোপড়ার

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : বুধবার আইপিএল ২০২২ এর প্রথম হার হজম করে কলকাতা নাইট রাইডার্স, যেখানে তারা তিন উইকেটে হারে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের কাছে। পুরো কলকাতার ব্যাটিং অর্ডারই ধসের সম্মুখীন হয়েছিল, ৪৪-৩ স্কোর থেকে নয় উইকেট পড়ে যায় ১০১ রানে।
তবে গত দুই ম্যাচে নাইটদের হয়ে সেভাবে পারফর্ম করতে পারেননি ওপেনার-অলরাউন্ডার ভেঙ্কটেশ আইয়ার। আরসিবির বিরুদ্ধে ১৪ বলে ১০ রান করে আউট হন ভেঙ্কটেশ। চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধেও শুরুতে আউট হন এই বাঁ হাতি তারকা।
আর ভেঙ্কটেশের এই অফ ফর্মে চিন্তায় রয়েছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার আকাশ চোপড়া। পাশাপাশি কলকাতা নাইট রাইডার্সের এই খারাপ ব্যাটিং পারফর্মেন্সেও খুশি নন আকাশ চোপড়া।
নিজের ইউটিউবে আকাশ বলেছেন, "যেভাবে কেকেআর ব্যাট করেছে, আমাদের প্রত্যেককেই হতচকিত করেছে কারণ ওরা আরও ভালো ব্যাট করতে পারত। ভেঙ্কটেশ আইয়ারকে সেই ছন্দে পাওয়া যায়নি। এখনও অবধি দুটি ইনিংস হয়েছে আর ওকে আগের মত দেখতে লাগেনি।"
এরপর আকাশ চোপড়া বলেছেন যে কেকেআর ব্যাটারদের ক্রিজে আরও সময় দিতে হবে। তিনি বলেছেন, "অজিঙ্ক রাহানে গত ম্যাচে ভালো খেলেছে, ও এই ম্যাচেও ভালো খেলছিল কিন্তু বড্ড বেশি ঘেটে গিয়েছিল, এটাই ওর সাথে হয়ে আসছে। ভালো খেলতে গিয়েও বড় শটে আউট হয়েছে নীতিশ রানা, নিজেদের আরও একটু বেশি সময় দিয়ে খেলাটিকে এগিয়ে নিয়ে গেল পরিস্থিতি পালটায়।"