IPL 2022 : চেন্নাই সুপার কিংসকে হারিয়ে এই পাঁচ ইতিবাচক বিষয় পেল কলকাতা নাইট রাইডার্স

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : শনিবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে চেন্নাই সুপার কিংসকে দাপটে হারিয়েছে কলকাতা নাইট রাইডার্স। চেন্নাইকে ১৩১ রানে আটকে দিয়ে সেই রান নয় বল বাকি থাকতে তুলে নেয় শ্রেয়াস আইয়াররা।
এই জয়ে অবশ্যই নাইট সমর্থকরা খুশি। এবং টুর্নামেন্টের শুরুতে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের হারিয়ে অবশ্যই আত্মবিশ্বাস বাড়বে কলকাতার। আমরা দেখে নেব এই জয়ে পাঁচটি ইতিবাচক বিষয়, যা নিয়ে এগিয়ে যাবে নাইটরা।
গ্লাভস হাতে শেল্ডন জ্যাকসনের উপর ভরসা করাই যায়, এমনটা বলা যায়। চেন্নাইয়ের বিরুদ্ধে দারুণ কিপিং করেন জ্যাকসন। রবিন উথাপ্পাকে বিদ্যুতগতিতে স্টাম্পিং করা ছাড়াও স্পিনারদের বল বেশ ভালোভাবে ধরছিলেন শেল্ডন। ব্যাট হাতে খুব একটা সুযোগ না পেলেও শেল্ডনের ঘরোয়া পারফর্মেন্স বুঝিয়ে দেবে যে তিনি ব্যাটিংয়েও কার্যকরী।
চেন্নাইয়ের বিরুদ্ধে চার ওভারে মাত্র ২০ রান দিয়ে দুই উইকেট তুলে নেন উমেশ যাদব, আর এর জেরে ম্যান অফ দ্য ম্যাচ বিবেচিত হন তিনি। এবং এই পারফর্মেন্সের মাধ্যমে বুঝিয়ে দিয়েছেন, সাদা বলেও কতটা কার্যকরী হতে পারেন উমেশ। ধারাবাহিকতা ধরে রাখলে তিনিই হতে পারেন কেকেআরের বড় ভরসা।
ওপেনিংয়ে নেমে যেভাবে চেন্নাইয়ের বোলারদের বিরুদ্ধে সাবলীল ব্যাটিং করেছেন রাহানে, তাতে ওপেনিংয়ে এই মুম্বইকারের উপরেই ভরসা রাখতে পারে নাইটরা। ৩৪ বলে ৪৪ রানের বুদ্ধিদীপ্ত ইনিংস খেলেন রাহানে।
কলকাতা নাইট রাইডার্সের উপর কার্যত একটি বদনাম জুটেছে, যে তারা আন্দ্রে রাসেল ও সুনীল নারাইনের উপর নির্ভরশীল। কিন্তু চেন্নাইয়ের বিরুদ্ধে এই জয়ে বুঝিয়ে দিয়েছে, শুধু রাসেল-নারাইন নয়, বাকিরাও ভরসা দিতে সক্ষম।
প্রথম ম্যাচেই নেতৃত্বে বেশ ভালো নম্বর তুলেছেন শ্রেয়াস আইয়ার। বোলিং পরিবর্তন থেকে শুরু করে ফিল্ডিং সাজানো - সবেতেই চেন্নাইকে একেবারে বেঁধে রেখেছিল কলকাতা। আর ব্যাটিংয়ে নিজেকে চার নম্বরে নামিয়ে নীতিশ রানাকে তিনে পাঠিয়ে বুঝিয়ে দিলেন, কতটা ভারসাম্যযুক্ত কেকেআর ব্যাটিং।