KKR এ দিশেহারা ছিলেন দীনেশ কার্তিক! চাঞ্চল্যকর দাবি প্রাক্তন নাইট তারকার

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : মঙ্গলবার রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে থ্রিলার ম্যাচে চার উইকেটে জয় পায় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। আরসিবির এই দুর্দান্ত জয়ে বড় অবদান রাখেন অভিজ্ঞ উইকেটকিপার ব্যাটার দীনেশ কার্তিক। ২৩ বলে ৪৪ রানের দুর্দান্ত ইনিংস খেলেন কার্তিক, আর এর জেরে রাজস্থানকে মরশুমের প্রথম হারের সম্মুখীন হতে হয়েছে।
আর এই নিয়ে কলকাতা নাইট রাইডার্স সমর্থকরা মাথা চাপড়াচ্ছে, তা বলাই যায়। এবার কলকাতা নাইট রাইডার্সের এক প্রাক্তন তারকা দাবি করেছেন, নাইটদের হয়ে প্রচন্ড চাপে ছিলেন কার্তিক, এবং অনেক সময় তিনি নিজেকে সামলাতেও পারছিলেন না।
২০১৯ সালে কেকেআরে দীনেশ কার্তিকের নেতৃত্বে খেলা ক্যারিবীয় অলরাউন্ডার কার্লোস ব্র্যাথওয়েট এমন দাবি করেছেন। তিনি মনে করেন, নেতৃত্বের দায়িত্ব থেকে অব্যাহতি পেয়ে এবং আরসিবিতে নিজের দায়িত্ব সম্পর্কে স্পষ্টতা পাওয়ায় এত ভালো খেলছেন কার্তিক।
এক সাক্ষাৎকারে ব্র্যাথওয়েট বলেছেন, "দীনেশ কার্তিকের মাথা এখন অনেক পরিষ্কার এবং ওকে খাপছাড়া লাগে না। আমার মনে হয় কেকেআরের হয়ে, ওর মাথায় অনেক কিছু চলছিল, সে অধিনায়কত্ব হোক কিংবা বড় খেলোয়াড়দের নেতৃত্ব দেওয়া এবং সব জায়গায় থাকা। আরসিবিতে, সেই নেতৃত্বের বোঝা কাঁধ থেকে নেমে গিয়েছে।"
এরপর ব্র্যাথওয়েট বলেন, "এখন ওর একট স্পষ্ট আর নির্দিষ্ট ভূমিকা রয়েছে, আমরা এক দিশেহারা ডিকে-কে দেখেছিলাম যে রান করার খোঁজে থাকত। এখন ও ক্রিকেট শট খেলতে উপভোগ করছে আর আপনারা তার ফলাফল দেখতে পারছেন।"
রাজস্থানের বিরুদ্ধে দুর্দান্ত ইনিংসের জেরে ম্যান অফ দ্য ম্যাচ পুরষ্কার পেয়েছেন কার্তিক। এর আগে চলতি আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে কম রানের থ্রিলারে শেষ ওভারে আরসিবিকে জিতিয়ে আসেন দীনেশ কার্তিক।