নবীন উল হককে কি সত্যি নিজের জুতো দেখিয়েছেন বিরাট কোহলি?

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ ২০২৩ আইপিএলে বিতর্ক কিছুতেই পিছু ছাড়ছেনা বিরাট কোহলির। সোমবার লখনউ সুপার জায়েন্টসের বিরুদ্ধে গুরুত্বপুর্ণ ম্যাচে নবীন উল হকের সাথে ঝামেলায় জড়িয়ে আবারও খবরের হেডলাইনে বিরাটের নাম। শুধু নবীনের সাথেই নয় ম্যাচ শেষে লখনউ মেন্টর গৌতম গম্ভীরের সাথেও বিবাদে জড়িয়ে পড়েন।
অমিত মিশ্রর সাথে কথা কাটাকাটি শুরু থেকে নবীনের সাথে বিতর্ক, এই বিতর্কের মধ্যমণিতে ছিলেন বিরাট কোহলি। ঝামেলার সূত্রপাত হয় যখন নবীনের ব্যাটিংয়ের সময় বিরাট ক্রমাগত স্লেজিং করতে থাকেন। আফগান পেস বোলারও বিরাটের তির্যক মন্তব্যের উত্তর দিতে ভোলেন নি।
ঝামেলার আকার বৃদ্ধি পায় যখন লখনউয়ের ইনিংসের ১৭ তম ওভারে বিরাট এবং নবীন বাকবিতর্কে জড়িয়ে পড়েন। নবীন বিরাটের উদ্দেশ্যে কিছু মন্তব্য করেন যার প্রতিক্রিয়ায় বিরাটও ঝামেলায় জড়িয়ে পড়েন। এর পর দুজনের মধ্যে বাকবিতর্ক ক্রমশ বাড়তে থাকে।
এই ঝামেলার মাঝেই হঠাৎ বিরাট নিজের জুতো দেখান। যদিও এই জুতো দেখানো নবীনের উদ্দেশ্যেই ছিল কি না সেই বিষয় সঠিক ভাবে জানা যায়নি। জুতো দেখিয়ে বিরাট ঠিক কী ইঙ্গিত দিতে চেয়েছেন তা পরিষ্কার না হলেও বিরাটের মতো বড় মাপের একজন ক্রিকেটারের নিজের জুতো দেখানো এবং আঙুল উচিয়ে দেখানো সঠিক কাজ নয় তা বলাই যায়। বিশেষত যুব সমাজের কাছে বিরাট একজন আইডল। সেই যুব সমাজের সামনেই যখন এমন 'স্পিরিট অফ ক্রিকেট' লঙ্ঘন করেন তখন তা অত্যন্ত দৃষ্টিকটু হয়ে ওঠে।
মাঠে দুই দলের ক্রিকেটারদের ঝামেলা থামাতে আম্পায়ার এগিয়ে আসেন। তবে বিরাট এখানে থেমে থাকেন নি। এই ঘটনার পরে তিনি অমিত মিশ্রর সাথেও ঝামেলায় জড়ান।
ম্যাচ শেষে যখন দুই দলের ক্রিকেটাররা করমর্দন করতে সারিবদ্ধ হয়ে দাঁড়ান, তখন নবীন এবং বিরাট আবারও বাকবিতর্কে জড়িয়ে পড়েন। যদিও নবীনের কথায় উত্তর না দিয়ে বিরাট এগিয়ে যান পরবর্তী ক্রিকেটারের সাথে করমর্দন করতে। কিন্তু নবীনের কোনো এক বক্তব্যে বিরাট আবারও তাঁর দিকে ঘুরে এগিয়ে যান। যদিও ঘটনাটি হাতের বাইরে যাওয়ার আগেই অস্ট্রেলিয়ার অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল দুই ক্রিকেটারের মাঝে ঢুকে দুজনকে আলাদা করেন।
কোহলি এরপর ডাগ-আউটের দিকে হাঁটতে শুরু করলে লখনউ দলের ওপেনার কাইল বিরাটের সাথে কথা বলতে এগিয়ে আসেন কিন্তু সেই সময় গোউতম গম্ভীর এগিয়ে এসে কাইলকে বিরাটের ইয়ে দূরে সরিয়ে নিয়ে যান। এরপরেও কোহলি গম্ভীরের উদ্দেশ্যে কিছু বলেন। যার ফলে গম্ভীরের সাথে আবার বিতর্কে জড়িয়ে পড়েন কোহলি।