দাদা বনাম ধোনি দুই অধিনায়কের লড়াইয়ে বাজিমাত করবে কে? কী হবে দুই দলের সম্ভাব্য একাদশ?

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক: দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে আজ ঘরের মাঠে খেলতে নামছে চেন্নাই সুপার কিংস। চলতি আইপিএলে এই প্রথমবার মুখোমুখি হতে চলেছে এই দুই দল। চেন্নাই পয়েন্ট টেবিলে এই মুহূর্তে দ্বিতীয় স্থানে রয়েছে। ১১ ম্যাচে ১৩ পয়েন্ট ধােনি ব্রিগেডের। অন্যদিকে পয়েন্ট টেবিলে ১০ নম্বরে রয়েছে দিল্লি ক্যাপিটালস। ১০টি ম্যাচ খেলে ৮ পয়েন্ট ডেভিড ওয়ার্নারদের।
এই ম্যাচে সিএসকে দলে ফিরতে পারেন বেন স্টোকস। নেটে ব্যাটিং-বোলিং করেছেন ব্রিটিশ এই অল আউন্ডার। চেন্নাই দলের বোলিং বিভাগও বেশ শক্তিশালী। তুষার দেশপান্ডে, পাথিরানারা দুরন্ত ছন্দে রয়েছেন। এছাড়া এই ম্যাচেও দিল্লি পাবে না অনরিখ নর্টজে। পারিবারিক কারণে দেশে ফিরে গিয়েছেন এই প্রোটিয়া বোলার। বুধবার সিএসকের বিরুদ্ধেও তাঁকে দলে পাচ্ছে না দিল্লি টিম ম্যানেজমেন্ট। ধোনিদের বিরুদ্ধে কুলদীপ-অক্ষর জুটিতেই ভরসা রাখবে দিল্লি।
এই ম্যাচে আরও একটা আর্কষন থাকছে। দাদা বনাম ধোনি। এক প্রাক্তন ভারতীয় অধিনায়ক খেলবেন মাঠে, অন্যজন বসবেন ডাগ আউটে।
চেন্নাই সুপার কিংস: ডেভন কনওয়ে, রুতুরাজ গায়কোয়াড়, অজিঙ্ক রাহানে, বেন স্টোকস, শিবম দুবে, রবীন্দ্র জাদেজা, মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক ও উইকেটকিপার), দীপক চাহার, মহিশ থিকশানা, মাথিশা পাথিরানা, তুষার দেশপাণ্ডে।
দিল্লি ক্যাপিটালস: ডেভিড ওয়ার্নার (অধিনায়ক), ফিল সল্ট (উইকেটকিপার), মিচেল মার্শ, মণীশ পাণ্ডে, রাইলি রুসো, আমন খান, অক্ষর প্যাটেল, সরফরাজ খান, কুলদীপ যাদব, মুকেশ কুমার, ইশান্ত শর্মা।