ডি ভিলিয়ার্স ছাড়াও ভারতের এই কিংবদন্তি তারকাকেও অনুপ্রেরণা হিসেবে দেখেন ডিওয়াল্ড ব্রেভিস

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : চলতি আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের অবস্থা তথৈবচ। অথচ এই অবস্থার মধ্যেই যে অল্প-কয়েক ইতিবাচক দিক উঠে এসেছে, তার মধ্যে একটি হল 'বেবি এবি' ডিওয়াল্ড ব্রেভিসের ফর্ম।
সদ্য অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপে ৫০৬ রান করে সেরা ক্রিকেটারের পুরষ্কার পেয়েছিলেন ব্রেভিস। আর তারপর আইপিএলে তাকে সই করায় মুম্বই ইন্ডিয়ান্স। সুযোগ পাওয়ার পর থেকে একের পর এক দুর্দান্ত ইনিংস খেলছেন ব্রেভিস। এখন তরুণ এই প্রোটিয়া ব্যাটার তুলে ধরেছেন এমন দুই খেলোয়াড়ের নাম, যাদের দেখে তিনি অনুপ্রাণিত হন।
মুম্বই ইন্ডিয়ান্সের এক শোয়ে ব্রেভিস বলেছেন, "আমার মনে হয় অনেকেই চেনেন এবি ডি ভিলিয়ার্সকে, আর আমি ছোটবেলা থেকেই ওনাকে দেখতাম এবং ভালো লাগত যেভাবে উনি খেলতেন এবং কিভাবে সেই খেলাটিতে এগিয়ে নিয়ে যেতেন। এছাড়াও শচীন তেন্ডুলকর, সব সময় ওনার দ্বারা অনুপ্রাণিত হয়েছি। কারণ যেভাবে উনি খেলতেন এবং নিজের আদর্শে যেভাবে উনি বাঁচেন এবং জীবনে কিভাবে তিনি এগিয়ে চলেন, তা সত্যিই অনুপ্রেরণাদায়ক।"
চলতি আইপিএল নিয়ে ব্রেভিস বলেছেন, "আমি খুবই উত্তেজিত, আমার কাছে এই নিয়ে আমি খুবই মুখিয়ে রয়েছি দলের প্রতিটি খেলোয়াড়ের সাথে সময় কাটানোর জন্য, যখনই সুযোগ পাব ওদের থেকে শিখব, খেলাটা খেলব এবং উপভোগ করব।"