এনসিএতে নিজের রিহ্যাব নিয়ে বড় আপডেট দিলেন ঋষভ পন্থ

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক: ভারতীয় উইকেটরক্ষক ব্যাটার ঋষভ পন্থ জাতীয় ক্রিকেট একাডেমিতে তাঁর রিহ্যাবের নিয়ে দিলেন বড় আপডেট। ইনস্টাগ্রামে পন্থ এনসিএ-তে সিঁড়ি দিয়ে ওঠার একটি ভিডিও শেয়ার করেছেন। এর আগে পন্থ একটি ভিডিও পোস্ট করেছিলেন যেখানে তাঁর হাঁটতে কষ্ট হচ্ছিল। সম্প্রতি পোস্ট করা ভিডিওয় দেখা যাচ্ছে তিনি নিজের পায়ে কোন সাপোর্ট ছাড়াই আত্মবিশ্বাসের সাথে সিঁড়ি দিয়ে হেঁটে উঠছেন।
আরও পড়ুন: লেবাননের বিরুদ্ধে সুন্দর ফুটবলের আশা রাখছেন না ইগর স্টিম্যাচ
ভিডিওটি শেয়ার করে তিনি ক্যাপশনে লিখেছেন, “সহজ জিনিস কখনও কখনও কঠিন হতে পারে,"পুরো দেশ এই উইকেট-রক্ষক ব্যাটারের প্রত্যাবর্তনের জন্য অপেক্ষা করছে। যিনি গত বছরের ডিসেম্বর থেকে ভারতীয় দলের বাইরে রয়েছেন। ওভালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সদ্য সমাপ্ত আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে তাঁকে পাওয়া যায়নি। পন্থের বদলি কেএস ভরত সেভাবে সাফল্য পাননি। ভারতীয় দল অস্ট্রেলিয়ার কাছে ২০৯ রানে হারে।
প্রসঙ্গত, গত বছরের ডিসেম্বরে দিল্লি-দেরাদুন হাইওয়েতে ঋষভ একটি ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় আহত হন। ২৫ বছর বয়সী এই ক্রিকেটার বর্তমানে বেঙ্গালুরুতে ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে তাঁর রিহ্যাব করছেন। সম্প্রতি, তিনি একটি ভিডিও শেয়ার করেছেন, যেখানে তাঁকে কোনও সাপোর্ট ছাড়াই হাঁটতে দেখা যায়।