বিশ্বকাপ শুরুর আগে স্বস্তি ফিরল এই ভারতীয় ক্রিকেটারের

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক: ভারতীয় ক্রিকেটার শিখর ধাওয়ানের বহু চর্চিত বিবাহ বিচ্ছেদের মামলায় অবশেষে সিদ্ধান্ত শোনাল দিল্লির এক আদালত। তাঁর বিবাহ বিচ্ছেদে সম্মতি দিলেন বিচারপতি হরিশ ধাওয়ান। এর ফলে স্ত্রী আয়েশা মুখার্জির কাছ থেকে আইনি বিচ্ছেদ পেলেন শিখর।
আরও পড়ুন:২০২৩ ক্রিকেট বিশ্বকাপের প্রথম ম্যাচে বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডের সম্ভাব্য প্রথম একাদশ জেনে নিন
বিচারক ধাওয়ানের সব অভিযোগের মান্যতা দিয়েছেন। জানিয়েছেন, তাঁর স্ত্রী অভিযোগের বিরোধিতা করেননি। আদালত জানিয়েছে, একমাত্র পুত্রসন্তানের থেকে দূরে থাকতে বাধ্য করে ধাওয়ানের ওপর মানসিক নির্যাতন চালিয়েছেন তাঁর স্ত্রী।ধাওয়ানের সন্তান কার কাছে থাকবে? এ নিয়ে আদালত সরাসরি কোনও রায় দেয়নি। তবে ধাওয়ানকে ছেলের সঙ্গে অস্ট্রেলিয়ায় ও ভারতে দেখা করার অনুমতি দিয়েছে আদালত।
পাশাপাশি ভিডিও কলে ছেলের সঙ্গে কথা বলার অনুমতিও ধাওয়ানকে দিয়েছে দিল্লির আদালত। আয়েষাকে নির্দেশ দেওয়া হয়েছে ভারতে এসে ছেলেকে, ধাওয়ান ও তাঁর পরিবারের সঙ্গে দেখা করার ব্যবস্থা করে দিতে হবে। সারা বছরে স্কুলের ছুটির অন্তত অর্ধেকটা সময়। পাশাপাশি ধাওয়ানকে কলঙ্কিত করার জন্য যেভাবে ভারতীয় ক্রিকেট বোর্ডের বিভিন্ন মহলে ও আইপিএল দলে বা সতীর্থদের কাছে যেভাবে সম্মানহানিকর মেসেজ পাঠাতেন আয়েষা, তা ইচ্ছাকৃত বলেও রায় দিয়েছে আদালত।