সৌরভের দিল্লির বিরুদ্ধে হারের হ্যাটট্রিক বাঁচাতে মরিয়া নাইট ব্রিগেড, কী হবে প্রথম একাদশ?

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক: টানা দুই ম্যাচের হারের ধাক্কা সামলে অরুণ জেটলি স্টেডিয়ামে বৃহস্পতিবার দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হচ্ছে কলকাতা নাইট রাইডার্স। এবারের আইপিএলে পাঁচটি ম্যাচ খেলে পাঁচটিতেই হেরেছে দিল্লি। দুই দলই যেহেতু হারের মুখে ও দিল্লির অবস্থা যখন অত্যন্ত শোচনীয় তখন দুই দলেই পরিবর্তন হতে পারে।
কলকাতা নাইট রাইডার্সের ওপেনিং জুটি সেভাবে রান পাচ্ছে না। তাই নাইটদের একাদশে রদবদলের সম্ভাবনা রয়েছে। রহমানুল্লাহ গুরবাজকে আজ বসানো হতে পারে। সুযোগ পেতে পারেন জেসন রয় বা লিটন দাস। উইকেটকিপিং করবেন এন জগদীশান। কেকেআরের দ্রুতগতির বোলারদের মধ্যেও কিছু পরিবর্তন আসতে পারে।
এদিকে সব হারিয়ে দিল্লির এখন দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছে। সৌরভ গঙ্গোপাধ্যায়, রিকি পন্টিংদের কাছে এই ম্যাচ হবে ঘুরে দাঁড়ানোর লড়াই তাই বেশ কয়েকটি পরিবর্তন হতে পারে ক্যাপিটালস একাদশে।
দিল্লি ক্যাপিটালস প্রথমে ব্যাট করলে তিন বিদেশিকে রেখে দল নামাতে পারে। সেক্ষেত্রে ইমপ্যাক্ট সাব হিসেবে নামতে পারেন পৃথ্বী শ ও মুস্তাফিজুর রহমানের মধ্যে। তবে খারাপ ফর্মে থাকা পৃথ্বীকে এদিন সুযোগ দেওয়া হয় কিনা তা নিয়ে জল্পনা রয়েছে।
কলকাতা নাইট রাইডার্স: জেসন রয়/ লিটন দাস, এন জগদীশান (উইকেটকিপার), ভেঙ্কটেশ আইয়ার, নীতিশ রানা (অধিনায়ক), রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, সুনীল নারিন, শার্দুল ঠাকুর, উমেশ যাদব, লকি ফার্গুসন/ টিম সাউদি, বরুণ চক্রবর্তী।
দিল্লি ক্যাপিটালস: ডেভিড ওয়ার্নার (অধিনায়ক), পৃথ্বী শ, মিচেল মার্শ, যশ ধূল, মণীশ পাণ্ডে, অক্ষর প্যাটেল, ললিত যাদব, আমন খান, অভিষেক পোড়েল (উইকেটকিপার), আনরিখ নর্খিয়া।