কলকাতাকে হারাতে উইনিং কম্বিনেশনে এই বড় বদল নিয়ে নামতে পারে দিল্লি ক্যাপিটালস

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : বুধবার বিশাখাপত্তনমে আইপিএল ২০২৪-এর ম্যাচে মুখোমুখি হবে কলকাতা নাইট রাইডার্স ও দিল্লি ক্যাপিটালস। গত ম্যাচে অপরাজেয় চেন্নাই সুপার কিংসকে হারিয়েছে দিল্লি, এবার সামনে আর এক অপরাজেয় দল কলকাতা। এখন প্রশ্ন, শ্রেয়াস আইয়ারের নাইট ব্রিগেডকে কী হারাতে পারবে ঋষভ পন্থরা?
সাধারণত উইনিং কম্বিনেশন ভাঙতে চায় না কোন দলই। তবে গত তিন ম্যাচে পারফর্ম করতে না পারা প্রোটিয়া ব্যাটার ট্রিস্টান স্টাবসকে বসাতে পারে দিল্লি। এই একটিই পরিবর্তন করতে পারে সৌরভ গাঙ্গুলি-রিকি পন্টিংয়ের দিল্লি ম্যানেজমেন্ট। চলুন দেখে নিই, নাইটদের বিরুদ্ধে কী একাদশে নামবে ক্যাপিটালস?
ওপেনিংয়ে পৃথ্বী শ ও ডেভিড ওয়ার্নারের বিস্ফোরক জুটি শুরু করবে। এরপর তিনে মিচেল মার্শ আর চারে ফর্মে ফেরা ঋষভ পন্থ ভরসা যোগাবেন। পাঁচে স্টাবসের পরিবর্তে জেমস ফ্রেসার-ম্যাকগার্ক খেলতে পারেন। এরপর ছয়ে ও সাতে অক্ষর প্যাটেল ও অভিষেক পোড়েল নামবেন।
বোলিংয়ের কথা বললে, আনরিখ নর্টজে ও মুকেশ কুমারের পেস জুটিতে কলকাতার ব্যাটাররা বিপদে পড়তে পারে। তার উপর রয়েছেন অক্ষর প্যাটেল ও কুলদীপ যাদবের স্পিন জুটি। আর খলিল আহমেদের সাথে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে রশিখ সালামের পেস কাজে আসতে পারে।
পৃথ্বী শ, ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ, ঋষভ পন্থ (অধিনায়ক ও উইকেটকিপার), জেমস ফ্রেসার-ম্যাকগার্ক, অক্ষর প্যাটেল, অভিষেক পোড়েল, কুলদীপ যাদব, আনরিখ নর্টজে, মুকেশ কুমার ও খলিল আহমেদ।
ইমপ্যাক্ট প্লেয়ার - রশিখ সালাম