বদলা নিলেন কুলদীপ! উঠল না রাসেল-কামিন্স ঝড়! দিল্লির দাপটে জয়রথ থামল কলকাতার

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : দুরন্ত ফর্মে থাকা কলকাতা নাইট রাইডার্সের গাড়ি আটকে গেল দিল্লি ক্যাপিটালসের দাপটের কাছে। রবিবার ব্র্যাবোর্ন স্টেডিয়ামে হাই স্কোরিং ম্যাচে দিল্লির কাছে থমকে গেল নাইটরা।
মূলত পাওয়ারপ্লেতে দিল্লির ওপেনারদের দুর্দান্ত ব্যাটিং এবং রান তাড়া করার সময়ে এক ওভারে কুলদীপ যাদবের তিন উইকেট পুরো ম্যাচটিকেই ক্যাপিটালসের করে দিয়েছিল। কলকাতা নাইট রাইডার্স চেষ্টা চালালেও ফিনিশিং লাইন থেকে অনেকটাই দূরে শেষ করে।
প্রথমে ব্যাট করে দিল্লির দুই ওপেনার পৃথ্বী শ (৫১) ও ডেভিড ওয়ার্নার (৬১) কার্যত ঝড় তুলেছিলেন। ওপেনিং জুটিতে ৯৩ তুলেছিল তারা। এরপর অধিনায়ক ঋষভ পন্থও ১৪ বলে ২৭ রানের ক্যামিও খেলেন। মাঝে কলকাতার বোলাররা চাপ তৈরি করলেও শেষের দিকে অক্ষর প্যাটেল ও শার্দুল ঠাকুরের দুরন্ত পার্টনারশিপ দিল্লি ক্যাপিটালসকে ২১৫/৫ স্কোরে নিয়ে যায়।
এই হাই স্কোরিং ম্যাচেও কলকাতার হয়ে দুরন্ত বোলিং করেন সুনীল নারাইন, চার ওভারে মাত্র ২১ রান দিয়ে দুই উইকেট নেন। তবে বাকি বোলাররা যথেষ্ট মার খায়, কেউ সেভাবে উপযোগী হতে পারেননি।
জবাবে শুরুতে অজিঙ্ক রাহানে ও ভেঙ্কটেশ আইয়ারকে আউট করেন খলিল আহমেদ। এরপর হাল ধরেন অধিনায়ক শ্রেয়াস আইয়ার (৫৪) ও নীতিশ রানা (৩০)। মনে হচ্ছিল ম্যাচটা কলকাতার হাতেই যাবে, কারণ পরে রাসেল-কামিন্স-নারাইন ত্রয়ী ছিল। কিন্তু কামিন্স ও নারাইন দুজনেই চার রান করে আউট হন। আন্দ্রে রাসেল দাঁড়িয়ে থাকলেও বিধ্বংসী ফর্মে ছিলেন না, মাত্র ১৫ রান করে আউট হন।
তবে উল্লেখযোগ্য হচ্ছে কুলদীপ যাদবের বোলিং। এক ওভারে প্যাট কামিন্স, উমেশ যাদব ও সুনীল নারাইনকে আউট করে ম্যাচ পুরো দিল্লির কবজায় করে নেন। এবং কার্যত বদলাও নিয়ে নেন কুলদীপ। এর ফলে ১৭১ রানে অল আউট হয় কলকাতা।