২২ বছরের এই ভারতীয় ক্রিকেটারকে নিজের অনুপ্রেরণা হিসেবে মানেন ডেল স্টেইন

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : বিশ্ব ক্রিকেটের সর্বকালের সেরা পেসারদের মধ্যে নিঃসন্দেহে নাম আসবে ডেল স্টেইনের। দক্ষিণ আফ্রিকার এই প্রখ্যাত পেসার নিজের সঠিক লাইন-লেংথ ও দুরন্ত গতিতে প্রতিপক্ষের হুঁশ উড়িয়ে দিতেন।
বর্তমানে সানরাইজার্স হায়দ্রাবাদের ফাস্ট বোলিং কোচ হিসেবে নিযুক্ত হয়েছেন স্টেইন। এবং দলের এক তরুণ ভারতীয় পেসারে মুগ্ধ তিনি। এমনকি, তাকে নিজের অনুপ্রেরণা হিসেবেও ধরে নিয়েছেন স্টেইন। সেই বোলার আর কেউ নন, ২২ বছরের স্পিডস্টার উমরান মালিক।
সম্প্রতি, টুইটারে এক প্রশ্নোত্তর পর্বে এক ভক্ত স্টেইনকে জিজ্ঞেস করেছিল তার অনুপ্রেরণা কে? আর তার জবাবে জম্মু ও কাশ্মীরের পেসারের কথা বলেন স্টেইন।
এছাড়া উমরানকে পরামর্শ দেন, যাতে পেস না কমিয়ে বোলিংয়ে বৈচিত্র্য আনা যায়। তিনি টুইটারে বলেছেন, "কখনই গতি হারাবেন না। যে কেউ ১৩০/১৩৫ গতিতে বল করতে পারে। তবে হ্যাঁ, স্কিলের সাথে কিছু বৈচিত্র্য যোগ করলে ও অনেক দূর যেতে পারবে।"
চলতি আইপিএলে পরপর দুই ম্যাচ জিতে দারুণ ছন্দে রয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ। প্রথমে চেন্নাই সুপার কিংসকে হারানো, আর তারপর গুজরাট টাইটান্সের অপরাজেয় দৌড় থামিয়ে দেয়।