এটিই কি ধোনির শেষ আইপিএল মরশুম? বড় আপডেট দিলেন সিএসকের সিইও কাশী বিশ্বনাথন

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : বৃহস্পতিবার বড় খবর প্রদান করেছে চেন্নাই সুপার কিংস, যেখানে তারা জানিয়েছে, আসন্ন আইপিএল ২০২২ মরশুমে দলের অধিনায়কত্ব ছাড়ছেন মহেন্দ্র সিং ধোনি। আর তার পরিবর্তে নতুন অধিনায়ক হিসেবে দায়িত্ব নিলেন রবীন্দ্র জাদেজা।
আর এর জেরে জোর জল্পনা, এই আইপিএলই সম্ভবত শেষ মরশুম হতে চলেছে ধোনির জন্য। আর এর জেরে ক্রিকেট বিশ্ব এই সিদ্ধান্তটিকে যুগের অবসান হিসেবে ব্যক্ত করছে। যদিও চেন্নাই সুপার কিংসের সিইও কাশী বিশ্বনাথন তা মানতে নারাজ।
এক সর্বভারতীয় মিডিয়ার সাথে সাক্ষাৎকারে কাশী জানিয়েছেন, এটিই ধোনির শেষ মরশুম নয়। এই নিয়ে সিইও বলেছেন, "না, আমার মনে হয় না। ও (ধোনি) এরপরেও চালিয়ে যাবে।"
এদিকে কাশী বিশ্বনাথন জানিয়েছেন, এই সিদ্ধান্তটি পুরোপুরি ধোনির নিজেরই। এই নিয়ে কাশী বলেছেন, "আমরা সর্বদাই এমএস এর সিদ্ধান্তের সম্মান দিয়ে এসেছি। ও আমাদের শক্তির অন্যতম স্তম্ভ। আর ও সেটিই হয়ে থাকবে এবং জাড্ডুকে (জাদেজা) ও দলের বাকিদের গাইড করবে। ও নিজের থেকে জাড্ডুর উপর একটি মসৃণ পরিবর্তন আশা করছে এবং সেই কারণে ও এই সিদ্ধান্ত নিয়েছে। একজন অধিনায়ক ও খেলোয়াড় হিসেবে, যে সিএসকের জন্য এত ভেবে এসেছে, নিশ্চয়ই সিএসকের ভালো ভেবেই এই সিদ্ধান্ত নিয়েছে।"
আইপিএল মেগা নিলামের আগে চেন্নাই সুপার কিংস দ্বিতীয় বাছাই হিসেবে ১২ কোটি টাকা দিয়ে ধোনিকে ধরে রেখেছিল। শীর্ষবাছাই হিসেবে ১৬ কোটি টাকা দিয়ে ধরে রাখা হয়েছিল রবীন্দ্র জাদেজাকে।