"পরের বার এরাই কেকেআর জার্সি পড়ে আসবে" - ইডেনের দর্শকদের নিয়ে বার্তা ধোনির

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : বরাবরই আইপিএলের সময়ে ইডেন গার্ডেন্সের গ্যালারির রঙ সোনালী-বেগুনী হয়ে থাকে। কিন্তু রবিবারের চিত্রটা ছিল একেবারে আলাদা। বেগুনী নয়, হলুদে ভরা ছিল ইডেনের বেশিরভাগ গ্যালারি। তার একটাই কারণ, মহেন্দ্র সিং ধোনি।
রবিবার চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ইডেনে খেলতে নামে কলকাতা নাইট রাইডার্স। আর এই ম্যাচে, কলকাতার সমর্থকদের থেকে যেন চেন্নাই, বলা ভালো ধোনির সমর্থক বেশি ছিল।
তবে ইডেনের দর্শকদের এই ভালোবাসায় আপ্লুত খোদ মহেন্দ্র সিং ধোনি। এবং কৃতজ্ঞতা জানাতে গিয়ে নিজের অবসর নিয়ে আবারও ইঙ্গিত দিলেন মাহি।
ম্যাচের পর পোস্ট ম্যাচ প্রেজেন্টেশনে ধোনি বলেছেন, "আমি শুধু ধন্যবাদ জানাব এই সমর্থনের জন্য, ওরা অনেক বেশি সংখ্যায় এসেছে। এদের অনেকেই পরের বার কেকেআর জার্সি পড়ে আসবে। ওরা আমায় বিদায় জানাতে এসেছিল, তাই এই দর্শককে অনেক অনেক ধনবাদ।"
ম্যাচের কথা বললে, চেন্নাই সুপার কিংস ৪৯ রানে হারায় কলকাতা নাইট রাইডার্সকে। চেন্নাই প্রথমে ব্যাট করতে নেমে ২৩৫/৪ এর পাহাড়প্রমাণ স্কোর তোলে। জবাবে কলকাতা ২০ ওভারে ১৮৬/৮ স্কোরেই থেমে যায়।